হকার ইউনিয়নের উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির বেহালায়

Spread the love

হকার ইউনিয়নের উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির বেহালায়

পরিমল কর্মকার (কলকাতা) : সারা বাংলা তৃণমূল স্ট্রীট হকার্স ইউনিয়নের (বেহালা ইউনিট) উদ্যোগে ৫ জানুয়ারি শুক্রবার বেহালায় একটি স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ অভিজিৎ মুখার্জী।

উল্লেখ্য, বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে উল হাউস গলিতে বিকাশ ভবনে শুক্রবার এই শিবির আয়োজিত হয়। এদিন এই শিবিরে মোট ২১৪ জন মানুষ পরিষেবা পেয়েছেন বলে হকার ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে মেয়র পারিষদ অভিজিৎ মুখার্জী ছাড়াও উপস্থিত ছিলেন সাউথ সুবার্বন ট্রেডার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরুণ ঘোষ, INTTUC-র জেলা সম্পাদক আখতার খান, সাংবাদিক পরিমল কর্মকার, অরুণ লোধ, জয় গুহ আর ছিলেন বাংলা রিপোর্টার্স গিল্ডের প্রবোধ কুমার সাহা, গীতশ্রী পাল, স্বপন নস্কর এবং হকার ইউনিয়ন নেতা নগেন সাঁধুখা, সমরেন্দু চক্রবর্ত্তী, লব সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ সহযোগিতার জন্য এদিনের উদ্যোক্তারা কলকাতা পুরসভা, বেহালা থানা, ফায়ার বিগ্রেড ও বাংলা রিপোর্টার্স গিল্ডকে কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *