বিধায়ক বিশ্বনাথ দাস ও জয় হিন্দবাহিনী উদ্যেগে বাঁটরা গ্ৰামে “জনগর্জন “সভার প্রস্তুতি সভা

Spread the love

বিধায়ক বিশ্বনাথ দাস ও জয় হিন্দবাহিনী সহ-সভাপতি রাজু লস্করের উপস্থিতে বাঁটরা গ্ৰামে “জনগর্জন “সভার প্রস্তুতি সভা

মোমিন আলি লস্কর জয়নগর,অয়ন বাংলা নিউজ:-
:-দক্ষিন ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকের রাজাপুর করাবেগ অঞ্চলের বাঁটরা গ্ৰামে জনগর্জন সভার প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হল।
আজ অর্থাৎ বুধবার বেলা তিনটার নাগাদ বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায় ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে আগামী ১০ই মার্চ ব্রিগেডে “জনগর্জন সভা” ডাক দিয়েছে।তার ই প্রস্তুতির মিটিং হয়ে গেল আজ জয়নগর থানার রাজাপুরকরাবেগ অঞ্চলের বাঁটরা গ্ৰামে বিধায়ক বিশ্বনাথ দাস ,জয়হিন্দবাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর উপস্থিতিতে। বিধায়ক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্য সরকারের উন্নয়নের কথাগুলি তুলে ধরেন এবং কেন্দ্রীয় সরকারের উপর এক রাশ খোপ উপড়ে দেয়। বিধায়ক বিশ্বনাথ দাস বলেন আমার জয়নগর কেন্দ্রের আমি বিজেপি কে ৬ লক্ষ ভোটে লিটদেব উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ দাস, জেলার পরিষদের সদস্য তপন কুমার মন্ডল , জয়হিন্দবাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর ,ভূমি কর্মদক্ষ শুকুর আলী মোল্লা, আবদুল মাতিন সহ একাধিক
গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *