পলাশী দিবসে নবারুণের সাহিত্য সম্মেলন মুর্শিদাবাদে

Spread the love

পলাশী দিবসে নবারুণের সাহিত্য সম্মেলন মুর্শিদাবাদে

নিজস্ব সংবাদদাতা,    মুর্শিদাবাদ , ২৪ জুন:-
পলাশী দিবসে সাহিত্য পত্রিকা নবারুণ গোষ্ঠীর ব্যাবস্থাপনায় ঐতিহাসিক মুর্শিদাবাদের নবাব বাড়ির হাওয়া মহলে অনুষ্ঠিত হল সাহিত্য সম্মেলন l রবিবার ভাগীরথীর তীরে সিরাজ পার্কে নবাব সিরাজদ্দৌলার মূর্তির পাদদেশে পুস্প প্রদানের মাধ্যমে সূচনা হয় সাহিত্য উৎসবের।

বর্তমান মুর্শিদাবাদের নবাব সৈয়দ রেজা আলী মির্জার সভাপতিত্বে
শিক্ষাবিদ খলিলুর রহমান, কবি আরবিন্দ সরকার, কবি সুশান্ত বিশ্বাস, ও স্বপ্নের ভেলা পত্রিকার সম্পাদক কবি মোঃ ইজাজ আহাম্মেদ প্রমুখ ছিলেন সাহিত্য উৎসবের মঞ্চে। শুরুতে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নিহত বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও বিপ্লবী সংগীত পরিবেশন করেন কবি ও শিল্পী ওস্তাদ আমেদ আলী l নবারুণ পত্রিকার সহ- সম্পাদক হামিম হোসেন মন্ডলের স্বাগত বক্তব্যের পর সাহিত্য উৎসবের সভাপতি বর্তমান মুর্শিদাবাদের নবাব সৈয়দ রেজা আলী মির্জার হাত ধরে প্রকাশিত হয় নবারুণ পত্রিকার সিরাজদ্দৌলা সংখ্যা। উৎসবে পলাশীর যুদ্ধ বিষয়ক জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন কবি হান্নান বিশ্বাস, সাংবাদিক আবিদ হোসেন, সাহিত্যিক মুকুল মিয়া ও বিধান চন্দ্র বিশ্বাস l সৈয়দ নবাব রেজা আলী মির্জা (ছটি নবাব), প্রবীণ সাংবাদিক অপূর্ব কুমার সেন ও অনল আবেদীন এবং শিক্ষাবিদ খলিলুর রহমানকে প্রদান করা হয় নবাব সিরাজউদ্দৌল্লা স্মৃতি সম্মাননা। এছাড়াও ৪০ জন গুণী ব্যাক্তিকে মঞ্চে নবাব সিরাজউদৌল্লা স্মৃতি পদক প্রদান করা হয় l সাহাজামাল মালিথ্যা, সৈয়দ শাহ আলম মর্তুজা, নুরজাহান বেগম ও রেক্সোনা পারভীনরা গুনীজনদের হাতে স্মারক তুলে দেন। সাহিত্য উৎসবে স্বরচিত সাহিত্য পাঠ করেন কবি নিমাই চন্দ্র হালদার, কবি লুৎফা মন্ডল (মীর),
কবি হাসিবা মন্ডল, কবি একলাছ মন্ডল প্রমুখ l উৎসবে বক্তব্য রাখতে গিয়ে নবারুণ পত্রিকা গোষ্ঠীর সভাপতি সহিদুল ইসলাম বিশ্বাস বলেন, পলাশীর যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক ব্যাবস্থাকে সংশোধন না করলে, দেশে একের পর এক পলাশী যুদ্ধের ঘটনা ঘটতে থাকবে। নবারুণ পত্রিকা গ্রুপ সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে সুস্থ সমাজ জীবনে গঠনে কাজ চালিয়ে যাবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নবারুণ পত্রিকা গোষ্ঠীর সম্পাদক সৈয়দ শীষমহাম্মদ l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *