আবাসন যোজনার দুর্নীতি ঠেকাতে সাত সকালে কুলতলীর বিডিও বাড়িতে….

Spread the love

আবাসন যোজনার দুর্নীতি ঠেকাতে সাত সকালে কুলতলীর বিডিও বাড়িতে….

মোমিন আলি লস্কর ও তপন কুমার দাস ফুলতলী:-

আবাসন যোজনা দুর্নীতি ভেদাতে গতকাল কুলতলী ব্লকে জরুরী ওইসব করেছেন বিডিও । আজ সকালে বিভিন্ন আধিকারিদের সঙ্গে নিয়ে কুলতলী বেণী ফিসারিদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করলেন। জেলা সেরা শিরোপা নেওয়ার জন্য স্বচ্ছ ভাবে কাজ করার নিদান দেন। রাজ্য জুড়ে শুরু হয়েছে বাংলা আবাস যোজনা উপভোক্তা যাচাইয়ের কাজ। সেই মতো দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী ব্লকের নয়টি অঞ্চলে আনুমানিক একুশ হাজার এর অধিক উপভোক্তা যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। এই এলাকার হই হই কান্ড শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *