সাত সকালে মোহাম্মদ নগর বোলের বাজারে কুপিয়ে খুন হয় এক ব্যক্তি

Spread the love

সাত সকালে মোহাম্মদ নগর বোলের বাজারে কুপিয়ে খুন হয় এক ব্যক্তি…

মোমিন আলি লস্কর ও তপন কুমার দাস রায়দিঘি:-

দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি থানা অন্তর্গত মথুরাপুর নম্বর ব্লকের রায়দিঘি মোহাম্মদনগর বোলর বাজারে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে এলোপাতাড়ি ছুরি মেরে খুন করে। মৃত ব্যক্তির নাম শেখ বাহাদুর বয়স (৪৫) পেশায়, বিল্ডার্সের দোকানে কর্মচারী। স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে সাত সকালে চায়ের দোকানে চা খাচ্ছিলেন সেই সময় অতর্কিত হয়ে শেখ বাহাদুরকে এলো পাথরে ছুরি মারে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়েন। এলাকার মানুষরা ভয়ে চুপচাপ হয়ে পড়ে। এরপর দুষ্কৃতীরা অর্থাৎ পারিবারিক লোকজনরা চলে যাওয়ার পর তার ভাইপো তড়িঘড়ি করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কি কারনে এমন ঘটনা ঘটলো তা কেউ বলতে পারছেন না। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে পুলিশি তল্লাশি চলছে। এখন এলাকার মানুষজন ভয়ে আতঙ্কিতের মধ্যে বসবাস করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *