রায়দিঘি মোহাম্মদনগর বোলে বাজারে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ১৩

Spread the love

রায়দিঘি মোহাম্মদনগর বোলে বাজারে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ১৩..

মোমিন আলি লস্কর ও তপন কুমার দাস রায় দিঘি:-

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি থানা অন্তর্গত মথুরাপুর ২ নম্বর ব্লকের গতকাল কুপিয়ে খুনের ঘটনায় মূল আসামীসহ গ্রেপ্তার ১৩ জন।
মূল অভিযুক্ত শাহাদাত শেখ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে রায়দীঘি থানার পুলিশ। বুধবার ধৃত ১৩ জনকে ডায়মন্ড হারবার এসসি জেএম আদালতে পেশ করা হয়। উল্লেখ্য গতকাল প্রকাশ্য দিবালোকে শেখ বাহাদুর নামে বছর ৪৫ যুবকের অতঃপর ইতিমধ্যে মূল আসামি সহ ১৩ জনকে গ্রেফতার করে আজ ডায়মন্ড হারবার কোটে তুলেছে। কিন্তু এতজন আসামি কি করে এলো তা এলাকার মানুষজন অবাক হয়ে গেলেন। এই সমস্ত আসামিদেরকে গ্রেফতার করার পর এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়লেন কারণ কি করে এরা এলাকার মধ্যে প্রকাশ্যে দিবালোকে খুন করল। আসামিদের বিচারের অপেক্ষায় রইলেন এলাকার মানুষজন। ওই এলাকার মানুষজন চায় দোষী ব্যক্তিদের কে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *