বিজ্ঞাপন নীতিতে রাজ্য সরকারের অনুমোদন

Spread the love

*ফিরহাদ হাকিম।*

কোলকাতা :- বিজ্ঞাপন নীতিতে রাজ্য সরকারের অনুমোদন।
★শহরের মেইন ক্রসিং এর ১৫ মিটারের মধ্যে বিজ্ঞাপনী হোর্ডিং নয়।
★মনোপল হোর্ডিং করতে হবে।
★মেট্রো সহ অন্যান্য সংস্থাকে বিজ্ঞাপনে ৫০ শতাংশ অধিকার থাকবে কলকাতা পৌরসভার। পৌরসভার মাধ্যমেই বিজ্ঞাপন করতে হবে।
★হেরিটেজ বিল্ডিং এ কোন বিজ্ঞাপন থাকবে না।
★ইকো ফ্রেন্ডলি ব্যানার হোর্ডিং এ ফ্লেক্সে রাখতে হবে।
★উৎসবের সময় ক্লাবের নাম রাখতে হবে হোর্ডিং এ।
*রাস্তা*
★যেখানে জল জমে সেখানে পেভার ব্লক।
★ড্রাইসে্পল পেলে আমরা সারিয়ে দেবো।
★তারাতলা রোড, গড়াগাছা রোড, সহ অনেক জায়গায় ওয়াটার লগইন হয়ে রয়েছে বন্দর এলাকায় কোন নিকাশি ব্যবস্থায় নেই। চেয়ারম্যান পোর্টকে চিঠি দেওয়া হয়েছে। নিমতলা ঘাট সংস্কার নিয়েও।
*জলছবি*
★সুরাটে 5 দিন জল জমে থাকে দিল্লিতে জল জমে থাকতে আর এখানে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না ছবি তোলার জন্য এসব করছে।
★নেতাজি নিজে গিয়েছিলেন আর্মহাস্ট্রিট। আমরা ম্যাজিক করতে জানিনা পাম্পিং স্টেশন করতে অনেক টাকা লাগে কেন্দ্রীয় সরকার কোন টাকা দেয় না।

★পাঁচ ঘন্টা বাদে কলকাতায় কোন জায়গায় জল থাকে না। কিছু এডেড এরিয়া ছাড়া। যেটা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি পাতিপুকুর আন্ডারপাস সেখানেও এ বছর জল দাঁড়ায়নি। ১৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
★কন্ট্রোল রুম খোলা থাকবে। *বৃষ্টি কমার পাঁচ ঘন্টা বাদে জল থাকবেনা।*
*বাংলাতেই প্রশ্ন।*
আমি তো ইংরেজি বেশি জানি না। আমি তো বাংলাতেই উত্তর দিলাম। বাংলাতে হলে তো ভালই হয়।
*ভোটার লিস্টে নাম বাদ*
এটা হচ্ছে বিজেপির প্রচার যাতে মহারাষ্ট্রে দিল্লিতে যেভাবে নাম কেটে ইলেকশন জিতেছিল সেভাবে বাংলাতেও বেশ তৈরি হচ্ছে।
কিছু লোক আছে অসাধু। চিরকাল কিছু মানুষ খারাপ থাকে ভালো মানুষরা বাইরে থাকে।
বিরোধীরা কি বলল জানিনা বাংলা সাধারণভাবেই ভালো আছে।

*বিরোধীদের ভয়।*
তৃণমূলকে হারানোর ক্ষমতা কারো নেই। এটা হচ্ছে জেনুইন ভোটারদের জন্য আমাদের লড়াই। ভোট দেওয়াটা আমাদের অধিকার। এটা যদি বিজেপি পিছন দরজা দিয়ে কেটে দেয় সেই জন্যই আমাদের লড়াই সেই মানুষটাকে অধিকার দেওয়া। কোন ভয় নেই আমরা মানুষের সঙ্গে আছি কলকাতার যেকোনো আসনে আমি দাঁড়াতে পারি।

*মুখ্য সচিব কে চিঠি*
মুখ্য সচিব কে চিঠি দিয়েছেন কমিশনার তারা বুঝবেন আমাদের একটা মানুষ ও যাতে অন্যায় ভাবে নাম কাটা না যায় সেই জন্য আমাদের লড়াই চলবে।

*এরা যে এস আই আর।*
এসব হবে না আমাদের বাপের ক্ষমতাও নেই! আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওরা পারবেনা।

*পার্কিং*
বোর্ড লাগান একটা অ্যাপ তৈরি করতে বলা হয়েছে। অতিরিক্ত কমিশনার সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পার্কিং মাফিয়া অ্যাডভার্টাইজিং মাফিয়া এদেরকে কখনো রাখতে দেব না।

*মারধরের রাজনীতি।*
বাংলা এসব হয় না, গুজরাট প্যাটার্ন আনার চেষ্টা করছে। আমি বলছি, মেরেছো কলসির খানা তাই বলে কি প্রেম দেবে না।

*রবীন্দ্র সরোবর পলি জমছে।*
ড্রেজিং করলে পরিবেশের কোন ক্ষতি হবে কিনা সেটা দেখতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।

*পাড়ায় সমাধান।*
ঠাকুর ঘরে কে রে আমিতো কলা খাইনি। ওরা কোথায় চোখ ঘোরাবে। আমাকে জেলে ঢোকানোর পরেও কি ওদের আর কি আছে? ওরা সব ব্যাপারেই ভয় পায়। *বিজেপি পঁচিশটা সিট ও পাবে না*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *