চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপন খড়গ্রাম থানা এলাকায়

Spread the love

নিজস্ব সংবাদদাতা :-    বিগত কয়েকদিন ধরে নগর খুদিরাম শিক্ষা ভবন ও তরুণ তীর্থ মাধ্যম দিয়ে সরকারের উদ্যোগ  প্রায় 420 খানা  চারা গাছ বিতরণ করা হয় এবং খরগ্রাম হাসপাতাল খরগ্রাম থানা নগর ক্ষুদিরাম শিক্ষা ভবন ও তরুণ তীর্থ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

বিশিষ্ট সমাজসেবী খড়গ্রাম রুরাল হাসপাতালের ডাক্তার রিন্টু গাজী মহাশয় ও খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার মহাশয়ের সুপরামর্শে ও সহযোগিতায় আমরা এই  কাজ সফল ভাবে  এগিয়ে চলেছি। আগামী ৩১ এ জুলাই খড়গ্রাম থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সকাল দশটা থেকে,সকলে উপস্থিত থাকার আবেদন জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *