মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস বিজেপিতে ভাঙ্গন দু হাজার কর্মী সর্মথক কংগ্রেসে যোগদান বহরমপুরে –
.বহরমপুর- শনিবার মুর্শিদাবাদ বহরমপুর কংগ্রেস কার্যালয় কয়েক হাজার কর্মী সমর্থক অন্য দল থেকে কংগ্রেসে যোগদান করলেন অধীর চৌধুরী হাত ধরে ।
কংগ্রেস সূত্রে, ফারাক্কা থেকে প্রায় হাজার দুয়েক তৃণমূল ও বিজেপি থেকে এই যোগদান করেন ,অধীর চৌধুরীর হাত শক্তি শালী করার জন্য ।
শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এই বিশাল যোগদান ।
আজ প্রায় 2000 জন মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। দলের আদর্শে আস্থা রেখে এবং সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে এই যোগদান সম্পন্ন হয় বলে জানা গেছে ।
বাহরামপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই সভায় ফারাকার বেশ কয়েকজন বিশিষ্ট সমাজসেবী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও যোগ দেন।
উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি ও প্রাক্তন মন্ত্রী শ্রী মনোজ চক্রবর্তী, যিনি বলেন যে এই বিশাল যোগদান আগামী দিনে জেলার কংগ্রেস সংগঠনকে আরও শক্তিশালী করবে।

