আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের সাংবাদিক প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদত বহরমপুর- আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের সাংবাদিক প্রশিক্ষণ শিবির ! ডিজিট্যাল মিডিয়া আজ শক্তিশালী প্লাটফর্ম ।সমানে পাল্লা দিয়ে চলেছে মেইনস্ট্রিম মিডিয়ার সঙ্গে ।ডিজিট্যাল মিডিয়ার বিভিন্ন দিক নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ।
উপস্থিত ছিলেন ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের #ফাউন্ডার_সাকিরুল_ইসলাম, #কলেজের_প্রফেসর, #প্রাক্তন_পুলিশ_, #আইনজীবী
সহ জেলার এবং রাজ্য স্তরের বিশেষ ব্যক্তিবর্গ!
এই শিবিরে সাংবাদিকতার নীতি আদর্শ এবং ডিজিটাল মিডিয়া কিভাবে সামনে দিনে কাজ করবে এবং ডিজিটাল মিডিয়ার বর্তমান সময়ে প্রয়োজন কতটুকু, আইনি জটিলতা সহ বিভিন্ন দিক আলোচনা করেন আগত অতিথিবর্গ!
উক্ত শিবিরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে আগত সাংবাদিক বন্ধুরা এই শিবিরে প্রশিক্ষণ নেন এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেকে সার্টিফিকেট প্রদান করা হয়। এই শিবিরে আগত একজন সাংবাদিক বলেন আগে আমরা অনেক ভয় পেতাম সংবাদ পরিবেশন করতে এবং আমাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে চাপ আসতো। এই শিবির হওয়ার ফলে আমাদের অনেক না জানা বিষয় জানতে পারলাম, ফলে আগামী দিনে আমাদের কাজ করতে আর অসুবিধা হবে না এবং আগামী দিনে ডিজিটাল মিডিয়া দেশ সহ পুরো বিশ্বে মানুষের মনে একটা আলাদা জায়গা করে নিবে। গোটা প্রশিক্ষণ শিবিরটি সুচারুভাবে পরিচালনা করেন আনিসুর রহমান ।

