মহানবীর আদর্শেই বিশ্বে শান্তি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে : কামরুজ্জামান
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা- আই লাভ মোহাম্মদ (স:) নিয়ে দেশ জুড়ে আলোড়নের মাঝেই উত্তর 24 পরগনার বাদুড়িয়ার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বারঘড়িয়া হাইস্কুলে বৃহস্পতিবার সাড়ম্বরে নবী দিবস অনুষ্ঠান পালিত হল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামানকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভ্যর্থনা জানান। মাওলানা কামরুজ্জামান বলেন মহানবী (সা:)আমাদের যে শিষ্টাচার ও ভালোবাসার শিক্ষা দিয়েছেন তাকে হাতিয়ার করেই বিশ্বজুড়ে শান্তি ও সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে হবে। ঘৃণা ও পরহ হিংসা যে কোন ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
আমাদের মনে রাখতে হবে বড়দের সম্মান করা ও ছোটদের স্নেহ করা মহানবীর মহান আদর্শ। এই আদর্শকে পাথেয় করে চললে পরিবার, সমাজ ও রাষ্ট্র সমৃদ্ধ হবে।

