এসডিপিআই এর “বিধানসভা লিডার্স কনফারেন্স” অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা পরিষদ কনফারেন্স হলে
নিজস্ব সংবাদদাতা – রবিবার সকাল ১০ ঘটিকায় এসডিপিআই এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলামের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সভার সূচনা হয়।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করে।আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই গুরুত্বপুর্ন সভাটি অনুষ্ঠিত হয়।

আজকের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিপিআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইলিয়াস মুহাম্মদ থুম্বে, জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম, জাতীয় সম্পাদিকা রুনা লায়লা,রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, রাজ্য সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম, কামাল বাসিরুজ্জামান সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্ব।আজকের বিধানসভা লিডার্স সম্মেলনে পুরো কনফারেন্স হলে উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়।
শিক্ষাখাতে দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা,SIR নিয়ে দুপুর ২ টোর সময় কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসডিপিআই এর জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম,রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম ও রাজ্য সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম।
রাজ্যে লাগামহীন শিক্ষা দুর্নীতি,রাজ্যের বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে সুপারস্পেশালিটি হাসপাতাল গুলোতে স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে SIR নিয়ে বিজেপি ও তৃণমূল রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেন।
কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী বিধানসভা নির্বাচনে এসডিপিআই এর দুর্নীতিমুক্ত ,শোষণহীন সমাজ গড়তে বিধানসভায় এসডিপিআই এর প্রতিনিধি পাঠানোর আহ্বান জানানো হয়।
