সংগ্রামপুর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মহিলাদের হাতে চেক প্রদান…..

Spread the love

সংগ্রামপুর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ম্যানেজার শুশোভন হালদার সহ একাধিক ব্যাংকের কর্মীর উপস্থিতে মহিলাদের হাতে চেক প্রদান…..

মোমিন আলি লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা ভারত(আন্তর্জাতিক)

দক্ষিণ ২৪পরগনার জেলার সেন্ট্রাল ব্যাংক এর সহযোগিতায় সংগ্রামপুর শাখার তত্ত্ববধনে সংগ্রামপুর হাট হালদার ভবনে কৃষি ঋণ আউটরিচ প্রোগ্রাম আজ সকাল দশটার সময় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সংগ্রামপুর শাখার উদ্যোগে কৃষি ঋণ আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হল।অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কিভাবে কৃষি কাজ সহ ছোট ছোট ব্যবসায়ীদের কিভাবে অল্প সুদে ঋণ দিয়ে ব্যবসার উন্নয়ন করানো যায়। এবিষয়ে বিশেষ সুযোগ সুবিধার কথা জানালেন নির্বাহী পরিচালক মহেন্দ্র দোয়ারে তিনি বলেন আমাদের সুবিধা গুলির মধ্যে- কৃষি ঋণ,এসএইচজি ফাইনান্স,কিষান ক্রেডিট কার্ড,কোল্ড স্টোরেজ, রাইস মিল,অয়েল মিল, শিল্পের জন্য আর্থিক সহায়তা
কলকাতা জোনাল হেট জিরা সাহেব বলেন মানুষের আর্থিক সাহায্য আমরা ডিসেম্বরের মধ্যে ১০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা ঋণ দিতে প্রস্তুত আছি। এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রধান উজ্জল কুমার চন্দ্র সংগ্রামপুর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ম্যানেজার শুশোভন হালদার সহ একাধিক ব্যাংকের কর্মীরা উপস্থিত ছিলেন।
এলাকার মহিলাদের হাতে চেক প্রদান করা হয। তারা চেক হাতে পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *