আগামীকাল থেকে বেসরকারি বাস পথে না নামলে রাজ্য সরকারই ওই বাসগুলি চালাবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
পরিমল কর্মকার (কলকাতা) : আগামীকাল (বুধবার) থেকে বেসরকারি বাস রাস্তায় না নামলে, রাজ্য সরকার নিজ উদ্যোগে ওই বাসগুলি ড্রাইভার দিয়ে রাস্তায় নামাবে। মঙ্গলবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই এক কড়া বার্তা দিলেন বেসরকারি বাস মালিকদের।
উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাব খারিজ করে ৬ হাজার বেসরকারি বাসকে প্রতিমাসে ১৫ হাজার টাকা করে সরকারি সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই বাস মালিকদের সংগঠনের নেতারা নিজেদের মধ্যে আলোচনা ও বৈঠকের পর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারি এই সিদ্ধান্ত তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
বাস মালিক সংগঠনের বক্তব্য, ডিজেল, ইন্স্যুরেন্স, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। উপরন্তু বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধি মেনে রাস্তায় বাস নামাতে গেলে দেড় থেকে দু’হাজার টাকা করে প্রতিদিন ক্ষতি হবে। এই অবস্থায় দৈনন্দিন বিপুল ক্ষতি সামাল দিয়ে সামান্য সরকারি সাহায্যে তাদের পক্ষে বাস চালানো সম্ভব হচ্ছেনা।
এরপরই মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বাস মালিকদের এক কড়া বার্তা দিলেন। তিনি বলেন, “আগামীকাল (বুধবার) থেকে যেসব বেসরকারি বাস রাস্তায় নামবে না, সেই বাসগুলিকে রাজ্য সরকারই ড্রাইভার দিয়ে রাস্তায় নামাবে।” এজন্য সমস্ত আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।