মন্ত্রী লক্ষীরতন শুক্লার স্ত্রী করোনা’য় আক্রান্ত
পরিমল কর্মকার (কলকাতা) : সারা বিশ্বব্যাপী করোনা’র প্রকোপ ক্রমশঃ বেড়েই চলেছে। এই সংক্রমণ থেকে মুক্তি পাওয়া দুঃসাধ্য হয়ে উঠেছে। এমনই এক কঠিন পরিস্থিতিতে করোনা’য় আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী লক্ষীরতন শুক্লার স্ত্রী।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী কোভিড-১৯ পজিটিভ। শনিবার সেটা সরকারিভাবে জানানো হয়েছে। বেশ কযেকদিন ধরেই অসুস্থ ছিলেন স্মিতা সান্যাল শুক্লা। তার পরই তাঁর করোনা পরীক্ষা করা হয়। শুক্রবার তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। পরিবারের একজনের করোনা ধরা পড়ায় আপাতত গোটা পরিবারই নিজেদের হোম কোয়রান্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে। লক্ষ্মীর দুই ছেলে রয়েছে। দ্রুত গোটা পরিবারের করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। লক্ষ্মীরতন শুক্লা রাজ্যের মন্ত্রী এবং তাঁর স্ত্রী বড় সরকারি পদে রয়েছেন। এই অবস্থায় তাঁর করোনা ধরা পড়ায় প্রশাসনিক স্তরেও চিন্তা বেড়েছে।
শনিবার মন্ত্রী জানান, কয়েকদিন ধরেই তার স্ত্রী অসুস্থ ছিলেন। গতকাল (১০ জুলাই) করোনা পরীক্ষার রিপোর্টে কোভিদ-১৯ পজিটিভ পাওয়া গিয়েছে।
যার জন্য তার স্ত্রী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পাশাপাশি তার দুই ছেলে ও বাবা-মাও হোম কোয়ারেন্টাইনে আছেন।