পাঠকের কলম :-এই লকডাউনে বাড়িতে বসে শুধু ফোন নিয়ে আড্ডা নয় বরং সেই ফোন দিয়েই বানানো একটা ছোট্ট সিনেমা এক মায়ের গল্প।আর সেই মা আর কেউ নয় আমাদের সবার পরিচালক/অভিনেত্রী কৃষ্ণা মিএ।এবং মেয়ের চরিএ সঞ্চারী।এটা কৃষ্ণা মিএর প্রথম পরিচালক হিসেবে কাজ।এর আগে অনেক সিরিয়াল,শর্টফিল্ম করেছেন।কিন্ত এবার নিজেই পরিচালক নিজেই অভিনয়।কথাই আছে যে রাধে সে চুল ও বাধে ঠিক তেমনি আমাদের কৃষ্ণা মিএ।লকডাউনে বাড়িতে বসে নিজের সময় নষ্ট না করে সেটাকে কাজে লাগিয়ে আপনাদের জন্য এই ছোট্ট সিনেমা।সিনেমার নাম “Dear mom”।এক মা ও মেয়ের গল্প।মেয়ে তার এক ছোট বেলার বান্ধবীর দাদার সঙ্গে প্রেম করে কিন্ত তার মা কোনদিন ওই ছেলেটাকে মেনে নিত না কারন ওর মা কে ছেড়ে একদিন ওর বাবা ছেড়ে চলে গেছে তাই কোন ছেলেকে বিশ্বাস করতে একটু ভয় করে ওর মায়ের।কিন্ত মেয়ে তার মায়ের কোন কথায় শোনেনা। একদিন ছেলেটা তাকে Social media সব জায়গায় ব্লক করে দেয় আর মেয়েটি কান্নায় ভেঙ্গে পরে।তারপর কী হল সেটা জানতে আজকে বিকেল ৫টায় চোখ রাখুন Smile bangla page এ।