নিউজ ডেস্ক:- অবশেষে প্রকাশ হল উচ্চমাধ্যমিক এর ফল। করোনা আবহে চলছিল ডামাডোল শেষ পর্যন্ত বাতিল হয়েছিল কয়েকটি পরীক্ষা । আজ শুক্রবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয় । এদিন উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপিকা মহুয়া দাস ফল প্রকাশ করেন । এবার পাশের হার গত বছরের তুলনায় ৪ শতাংশ বেড়ে ৯০.১৩ শতাংশ হয়েছে । সর্বোচ্চ নম্বর ৫০০ এর মধ্যে ৪৯৯ , অর্থাৎ ৯৯.৯৮ % । যা উচ্চমাধ্যমিকে ইতিহাসে রের্কড ।
পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় পাশের হার সবচেয়ে বেশি। প্রথম বিভাগে পাশ করেছে ৫০ শতাংশের বেশি পরীক্ষার্থী। এবছর কোনও ফলাফল অসম্পূর্ণ নেই বলে জানিয়েছে সংসদ সভানেত্রী। এ বছর করোনার জেরে তিনটি পরীক্ষা বাতিল হয়ে যায় । সেই বিষয়গুলিতে গড় নম্বর দেওয়া হয়েছে । তবে যারা এই নম্বর স্বীকার করতে চাইবে না , তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হবে । সেজন্যই মেধা তালিকা প্রকাশ করা হয়নি ।
৩১ জুলাই বিদ্যালয়ে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। সাংবাদিক বৈঠকে জানালেন উচ্চশিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। এছাড়া শুক্রবার বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে ফল প্রকাশের পর মার্কশিটের প্রিন্টআউট নেওয়া যাবে। যদি কেউ ফলাফলে সন্তুষ্ট না হন, তাহলে তাঁরা ফের পরীক্ষা দেওয়ার আবেদন জানাতে পারেন। তবে কবে পরীক্ষা হবে, সেই নিশ্চয়তা এখনও নেই বলে জানালেন মহুয়া দাস। ৩১ আগস্টের মধ্যে স্ক্রুটিনি, রিভিউয়ের আবেদন করা যাবে অনলাইনে। দুই ক্ষেত্রেই এর চার্জ কমছে শুধুমাত্র এ বছরের জন্য।
এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩। বিজ্ঞান বিভাগের পাশের হার ৯৮.৮৩ শতাংশ, বাণিজ্যে ৯২.৩৩ শতাংশ, কলা বিভাগে পাশ করেছে ৮৮.৭৪ শতাংশ পড়ুয়া। সফল পরীক্ষার্থীদের টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।