শিখদের প্রতি অবমাননাকর মন্তব্য,তীব্র বিতর্কের মুখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
নিউজ ডেস্ক:- ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবার শিখদের নিয়ে বিরুপ মন্তব্য করলেন .ভাইরাল সেই ভিডিও ।নিন্দার ঝড় নেট দুনিয়ায় ।
গতকাল,ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়,ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলছেন-“শিখ এবং জাঠদের শারীরিক গঠন শক্তিশালী হলেও তাদের বুদ্ধি খুব কম,তাদের সঙ্গে শারীরিক ভাবে পেরে ওঠা সম্ভব না হলেও বুদ্ধি দিয়ে ওদের সজজেই হারানো সম্ভব।
তার এই মন্তব্য ভাইরাল হতেই তীব্র সমালোচনার মুখে পড়েন বিজেপি নেতা তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।নিজের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি ওই দুই সম্প্রদায়ের কাছে ক্ষমা চান বিপ্লব দেব।
নিজের ট্যুইটারে বিপ্লব দেব লেখেন,”আমার বেশ কিছু কাছের মানুষও এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত,আমার এই মন্তব্যে যদি কেউ আঘাত বা দুঃক্ষ পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।
বিজেপির নেতা থেকে মন্ত্রী থেকে কর্মী সকলেই যেন এক শালীনতাহীণ ভাষার প্রতিষোগিতায় মেতেছেন ।