সেপ্টেম্বরের মধ্যেই চালু হবে মাঝেরহাট ব্রীজ, দাবি নির্মাণকারী সংস্থার
পরিমল কর্মকার (কলকাতা) : আর দু-মাসের মধ্যেই মাঝেরহাট রেলওয়ে ওভার ব্রীজটির নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে। তাই আগামী সেপ্টেম্বর মাসেই চালু হচ্ছে এই ওভার ব্রীজটি, এমনই দাবি নির্মাণকারী সংস্থা এস পি সিংলা কনস্ট্রাকশনের।
সূত্রের খবর, লকডাউনের পর এখন পুরোদমে দিনে-রাতে ডবল শিফটে কাজ চলছে। ব্রীজের ৯০ শতাংশ কাজই শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থা।
ব্রীজের মূল অংশ বা ডায়াডাlক্ট্ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এখন রেল-লাইনের উপরের অংশের কাজ চলছে। নির্মীয়মান এই ব্রীজটির মোট দৈর্ঘ্য ৬৩৬ মিটার। চার লেনের এই ব্রীজে যান পরিবহনের মাত্রা আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে দাবি নির্মাণকারী সংস্থার।
মাঝেরহাট ব্রীজে নিউ আলিপুরের দিকে পথচারীদের জন্য থাকবে ফুটপাথ। এই ধরনের কেবল-স্টেইড ব্রিজের আয়ু অন্যান্য ব্রিজের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি, এমনটাই জানালেন এস পি সিংলা কনস্ট্রাকশনের আধিকারিকরা।
তথ্য সংগ্রাহক : বরুণ মণ্ডল
ছবি : অরুণ লোধ