বিদ্যুতের ভুতুড়ে বিলের বিরুদ্ধে বিজেপি’র বিক্ষোভ তারাতলা সি ই এস সি অফিসে
পরিমল কর্মকার (কলকাতা) : বিদ্যুতের ভুতুড়ে বিলের বিরুদ্ধে শুক্রবার সারা রাজ্যে বিজেপির প্রতিবাদ ও বিক্ষোভের পাশাপাশি তারাতলা সি ই এস সি অফিসের সামনেও প্রতিবাদ এবং বিক্ষোভে সামিল ছিল দক্ষিণ কলকাতার বিজেপি নেতৃবৃন্দ ও কর্মীরা।
তারাতলায় সি ই এস সি অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি বেলা ১১ টায় থাকলেও তার অনেক আগে থেকেই পুলিশে পুলিশে ছয়ালাপ ছিল এলাকা। বেলা সাড়ে ১১ টা নাগাদ দলে দলে বিজেপি কর্মীরা তারাতলা সি ই এস সি-র সামনে এসে জড়ো হয়। ভুতুড়ে ও অস্বাভাবিক বিলের বিরুদ্ধে তারা প্রতিবাদ সোচ্চার হয়।
দক্ষিণ কলকাতা জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক শীর্ষেন্দু ব্যানার্জী সি ই এস সি কতৃপক্ষকে অবিলম্বে এই বিল প্রত্যাহার করার দাবি জানান। বিদ্যুৎ গ্রাহকদের এই ভুতুড়ে বিল পেমেন্ট না করার জন্যও আবেদন করেন। বিজেপি ক্লাব সেলের কনভেনর তরুণ দাস (রাজু) বলেন, সি ই এস সি বিল প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। ন্যাশনাল ফ্রন্ট অফ ট্রেড ইউনিয়নের সভাপতি কাজল ভৌমিক বলেন, “বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে সি ই এস সি-র মালিক সঞ্জীব গোয়েঙ্কা।” বিদ্যুৎ গ্রাহকদের ভুতুড়ে বিল এই বিল বয়কটের দাবি জানান তিনি।
এদিন বিক্ষোভরত অসংখ্য বিজেপি নেতা ও কর্মীরা জোর করে সি ই এস সি অফিসে ঢুকতে গেলে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। অসংখ্য বিক্ষোভকারীকে সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। দক্ষিন কলকাতা বিজেপি নেতৃত্বের মধ্যে বিক্ষোভে সামিল ছিলেন শীর্ষেন্দু ব্যানার্জী, সন্তোষ বিশ্বাস, কাজল ভৌমিক, তরুন দাস (রাজু) প্রমুখ।