করোনা’য় আক্রান্ত হয়ে অ্যাপোলো’তে ভর্তি বেহালার তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র
পরিমল কর্মকার (কলকাতা) : তার অসুস্থতার খবরটা অনেকেই জানতেন না। ১৩২ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র নিজেই এই প্রতিবেদককে (সাংবাদিককে) রবিবার ফোনে জানালেন তার অসুস্থতার কথা। করোনা’য় আক্রান্ত হয়ে তিনি এখন ভর্তি রয়েছেন অ্যাপোলো হাসপাতালে।
সঞ্চিতা মিত্র জানান, পায়খানা ও জ্বর উপসর্গ নিয়ে তিনি গত ১৫ জুলাই অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপরই লালারস পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়। সম্প্রতি আবার তার লালারস পরীক্ষা হয়। তাতে নেগেটিভ রিপোর্ট এসেছে। এখন কিছুটা সুস্থ আছেন বলে জানান তিনি। “গরম জল আর পাতি লেবুর রসই এই রোগের মূল পথ্য” এমনটাই বললেন তিনি।
তিনি আরও বলেন, মন্ত্রী পার্থ চ্যাটার্জী ও মেয়র ফিরহাদ হাকিমের সহযোগিতায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শে আরও কয়েকদিন তাকে অ্যাপোলো’তে থাকতে হবে বলে জানিয়েছেন সঞ্চিতা মিত্র।