নিউজ ডেস্ক :- গুরুতর অসুস্থ গরীবের ডাক্তার তথা সিপিআইএম নেতা ফুয়াদ হালিম। কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এক ট্যুইটবার্তায় ফুয়াদ হালিমের স্ত্রী একথা জানিয়েছেন। লকডাউন পরিস্থিতিতে মাত্র ৫০ টাকায় প্রায় আড়াই হাজার মানুষের ডায়ালাইসিস করে দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন এই চিকিৎসক। সকলে তাকে গরীবের ডাক্তার বলেই চিনতে থাকে।
বেশ কয়েকদিন আগে থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল ফুয়াদ হালিমের। ইতিমধ্যে দু’বার কোভিড টেস্ট করা হয়েছে তাঁর, দুবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ সকালে তাঁর স্ত্রী সাইরা হালিম জানান আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ফুয়াদ হালিমকে। ট্যুইটারে তাঁর স্ত্রী লেখেন, “কোভিড মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হওয়ার পাশাপাশি, মহামারী চলাকালীন বহু অসহায়, দরিদ্র, অসুস্থ মানুষের সেবা করেছেন। আমার স্বামী ডাঃ ফুয়াদ হালিম এই মুহূর্তে বেলভিউয়ের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এই মানসিক পরিস্থিতিতে দয়া করে ওঁর জন্য প্রার্থনা করুন।”