সর্দি-কাশি-জ্বর হলেই করোনা নয়, বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা
পরিমল কর্মকার (কলকাতা) : রাজ্যে এখন বর্ষার ভরা মরসুম। আর এই সময়ে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি লেগেই রয়েছে। প্রতি বর্ষায় আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গেই এই রোগগুলির প্রকোপ বাড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনা-আপনিই এই রোগগুলি সেরেও যায়। তাই এইসব সাধারণ রোগে আক্রান্ত হলেই করোনা হয়েছে বলে ভাবার কোনও কারণ নেই, এমনটাই অভিমত বিশেষজ্ঞ চিকিৎসকদের।
বুধবার সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে আমরি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক দেবাশিস সাহা বলেন, সামান্য জ্বর-সর্দি-কাশি হলেই অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বর্ষার সময় কিংবা সিজন চেঞ্জের সময় এসব রোগ হতেই পারে। আবার তা আপনা-আপনি সেরেও যায়।তাই তেমন কোনও শ্বাসকষ্ট না থাকলে করোনা ভাবাটা বোকামির লক্ষণ। তবে এই রোগগুলির সঙ্গে শ্বাসকষ্ট থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
আর এন টেগোর হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের প্রধান সৌরেন পাঁজার বক্তব্য, “আমরা রোগীদের বোঝানোর চেষ্টা করছি যে, সাধারণ ভাইরাল ফ্লু থেকে সহজেই সেরে ওঠা যায়। এ নিয়ে অযথা আতঙ্কের শিকার হবেন না। যে কোনও সাধারণ সর্দি-কাশি বা জ্বর হলেই সেটা করোনা নয়। অনেক সময় ভুল চিকিৎসায় মৃত্যু ঘটতে পারে পারে সাধারণ রোগীরও।”