নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,পূর্ব মেদনাপুর : বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মীকে নিজের জমিতে চাষ না করতে দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের তারট গ্ৰামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুর এলাকায়।
পটাশপুর ১ ব্লকের ব্রজলালপুর গ্ৰাম পঞ্চায়েত এলাকার তারট গ্ৰামের বাসিন্দা সনাতন দাস। গত পঞ্চায়েত নির্বাচনে সনাতন দাস গ্রাম পঞ্চায়েত স্তরে ভারতীয় জনতা দলের প্রার্থী হিসেবে ভোটে লড়াই করেছিলেন। আর তাই,তার ধানের জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে না।বলে অভিযোগ করেছেন ওই বিজেপি কর্মী। সনাতন দাসের প্রায় ছয় বিঘা জমি রয়েছে। সেই জমিতে চাষের জল যাতে না দেন স্থানীয় সেলো মালিক তার নির্দেশিকা জারি হয়েছে। জমিতে লাঙ্গল করতে না বলা হয়েছে
পাওয়ার ট্রিলার মালিককে। এমনই অভিযোগ করেছেন বিজেপি কর্মী সনাতন দাস ও তার স্ত্রী। ফলে, বেন তলা পড়ে থাকলেও চাষ করা সম্ভব হয়নি। কৃষিজীবী পরিবারের চাষ বন্ধ থাকায় চরম অর্থনৈতিক ও খাদ্য সংকটের মধ্যে পড়তে চলেছে এই পরিবার।
পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী হওয়ার অপরাধে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে মনে করছেন সনাতন দাসের প্রতিবেশীরাও। যদিও ঘটনাটি রাজনৈতিক নয়, পুরোপুরি গ্রাম্য বিষয়। বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, বিষয়টি পুরোপুরি গ্রামের মানুষের সাথে ওনার ব্যক্তিগত ঝামেলার বিষয়। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই।