তিন বন্ধুর গপ্পো :- এটাই এখন বাস্তব

Spread the love

তিন বন্ধুর গপ্পো ||

ডেস্ক:-    অনেকদিন আগের কথা | এক শহরের এক স্কুলে এক ক্লাসে তিন বন্ধু পড়ত | পাশাপাশি বসত | অভিন্ন হৃদয় |

প্রথম বন্ধুটি ব্রিলিয়ান্ট | জীবনে কখনও কোনও পরীক্ষায় দ্বিতীয় হয় নি | স্কুল-কলেজ-ইউনিভার্সিটি যে কোনও পরীক্ষাতেই টপার | স্ফুলিঙ্গ |

দ্বিতীয় বন্ধুটি মাঝারি মেধার | ফেল কখনও করে নি বটে কিন্তু মেডেলও কোনোদিন জোটেনি | ঐ ক্লাসের গন্ডি পার |

তৃতীয়জন হাত সাফাইয়ে জিনিয়াস | স্কুল থেকেই বদ-সঙ্গে মেশা | লোক ঠকিয়ে টাকা উপায়ে তখনই সিদ্ধহস্ত | পড়ার ধার কাছে নেই |

পরীক্ষার সময় বৈতরণী পার করার দায়িত্ত্ব পরত বাকি দুই বন্ধুর ওপর | তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই তৃতীয় জনের | স্কুলের পাশে কালভার্টে বসে পা ঝুলিয়ে চলত তিন ইয়ারির আড্ডা |

এবার স্কুল গন্ডি পার করে সবাই নিজের রাস্তা ধরল | একদিন তাঁদের পড়াশোনাও শেষ হল |

প্রথম জন প্রথম থেকেই জিনিয়াস তাই ইঞ্জিনিয়ারিং সার্ভিসে প্রথম হয়েই সরকারি অফিসার | পরবর্তীকালে যিনি ভারতীয় রেলের চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন |
দ্বিতীয়জন ফিজিক্স অনার্স নিয়ে স্নাতক হয়ে প্রস্তুতি নিতে বসলেন সিভিল সার্ভিস পরীক্ষার |

কৃতকার্য হলেন | নিযুক্ত হলেন সরকারি অধিকর্তা হিসাবে | অনেক মালা গলায় যেদিন চেয়ারে প্রথম বসলেন একটি ছেলে ঘরের ভিড়ে একটা গাঁদার মালা হাতে দাঁড়িয়ে দেখছিল তাকে | দেখতে পেয়েই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দুহাতে বুকে জড়িয়ে ধরলেন তাকে | ছেলেটির মালা হাতেই থেকে গেল | সবাই হতবাক | মালা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটি কালভার্টে পা দোলানো সেই তিন ইয়ারীর প্রথম ইয়ার | জিনিয়াস | দ্বিতীয়জনের অধীনস্ত ব্লকের একজন সরকারি ইঞ্জিনিয়ার হিসাবে দেখা করতে এসেছেন |

তিন নম্বর বন্ধু দীর্ঘদিন বিচ্ছিন্ন | স্কুলের পর আর কলেজের দরজা মাড়ায় নি সে | বুঝেছিল, পড়াশোনা তাঁর কম্ম নয় | ভিরে গেল রাজনৈতিক দলে | দুরন্ত গলা কাঁপিয়ে বক্তৃতা | যথা সময়ে পেয়ে গেল লোক সভার টিকিটও | জিতে গেল | মেম্বার অফ পার্লামেন্ট | তারপর কেন্দ্রীয় মন্ত্রী | সে এক উত্তরণ |

ঘটনাচক্রে, কালভার্টে বসে পা দোলানো সেদিনের সেই তিন বন্ধু আজ একই দফতরের বিভিন্ন পদে | দুজনেই তিন নম্বরের অধীনস্ত |

এটা কোনও কাল্পনিক গল্প নয় |

প্রথমজন, ই, শ্রীধরন, দ্য মেট্রো ম্যান | যাঁর হাত ধরে আজ দিল্লির মেট্রো দৌড়োচ্ছে |

দ্বিতীয়জন, টি, এন শেষণ | ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক |

তৃতীয়জন, কে, পি উন্নিকৃষ্ণান | পাঁচবারের লোক সভা সদস্য , কেন্দ্রীয় মন্ত্রী |

তিন বন্ধু | একই স্কুল | একই টিচার | কিন্তু দাঁড়াবার পথ ভিন্ন | তাই ইর্ষা নয় | বন্ধুত্ব দীর্ঘজীবি হোক ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.