মসজিদ চিরকালই মসজিদ, সুপ্রিম কোর্টের রায় অন্যায্য: পার্সোনাল ল’ বোর্ড
ওয়েব ডেস্ক:- আজ ঐতিহ্যপূর্ণ বাবরী মসজিদের স্থলে রাম মন্দিরের ভূমিপূজো হচ্ছে। এই বিষয়ে অনেকেই প্রতিবাদ বিবৃতি দিচ্ছে বুদ্ধিজীবি মহল । বাবরি মসজিদের বিতর্কিত জমিতে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে রামমন্দিরের ভূমিপুজো হচ্ছে। এবার সেই সময় মুখ খুলল অল ইন্ডিয়া পার্সোনাল ল’ বোর্ড। আর অযোধ্যায় ২.৭৭ একর জমিতে রামমন্দির করার যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তা আইনের উপর বলপ্রয়োগের ফল বলে অভিহিত করে ল’ বোর্ড। বাবরি মসজিদ প্রসঙ্গে ট্যুইটারে বলা হয়, পার্সোনাল ল’ বোর্ড জানিয়ে দিল, কোনো সময় মসজিদ থাকলে তা চিরকালই মসজিদ। এ প্রসঙ্গে তুরস্কের ইস্তানবুলে আয়া সোফিয়া মিউজিয়ামের উদাহরণ দেওয়া হয়।
অন্যদিকে এক বিবৃতিতে অল ইন্ডিয়া পার্সোনাল ল’ বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালি রহমানী মঙ্গলবার বলেন, আমাদের দেশে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তাই আমাদের পক্ষে সর্বোচ্চ আদালতের রায় গ্রহণ করা ছাড়া উপায় নেই। তথাপি, আমরা নিশ্চিতভাবে বলব এই রায় অন্যায্য ও অপরিষ্কার।
তিনি আরও বলেন, ভারতীয় মুসলিমদের প্রতিনিধিত্ব করে পার্সোনাল ল’ বোর্ড। বাবরি মসজিদের লড়াইয়ের জন্য অন্য সংগঠনগুলির তাই কোনো প্রচেষ্টা নেই।
মাওলানা রহমানী বলেন, এটি উল্লেখ করা জরুরি যে হিন্দুত্ববাদী উপাদানসম্বলিত এই পুরো আন্দোলনটি এই পুরো আন্দোলনটি ছিল নিপীড়ন, জবরদস্তি, ভয় দেখানো, আত্মসাৎ, দখল এবং চরমপন্থার উপর ভিত্তি করে। এটি একটি পুরোপুরি রাজনৈতিক আন্দোলন ছিল যার সঙ্গে ধর্ম বা ধর্মীয় শিক্ষার কোনও সম্পর্ক ছিল না।