রামপুরহাট পুরসভার কর্মী করোনা আক্রান্ত, বন্ধ পুরসভা, জরুরী পরিষেবা মিলবে জানালেন চেয়ারপার্সন
মনোতোষ চৌধুরী .রামপুরহাট বীরভুম :- বীরভুমে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ।
নলহাটি পুরসভার পর এবার করোনা আক্রান্ত হলেন রামপুরহাট পুরসভার এক কর্মী । বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভ আসে । ওই কর্মী পুরসভার কর আদায় বিভাগের কর্মী । তার বাড়ি বীরভূমের রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের কালিসাঁড়া পাড়ায় । তাকে রামপুরহাট কোভিড হাসপাতালে চিকিতসার জন্য পাঠানো হয়েছে । এদিকে ওই কর্মী করোনা আক্রান্ত হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পুরসভা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রামপুরহাট পুরসভার প্রশাসক চেয়ারপার্সেন অশ্বিনী তেওয়ারি, তিনি জানান আমার পুরসভার ট্যাক্স বিভাগের এক কর্মীর করোনা পজিটিভ রেজাল্ট আসায় আমরা অনির্দিষ্ট কালের জন্য পুরসভা বন্ধের সিধান্ত নিয়েছি। পুরসভা অফিসের কাজ কর্ম বন্ধো থাকলে ও জরুরী পরিষেবা, জল আলো বা রাস্তা পরিস্কার সবই চলবে, সাধারণ মানুষের কোন অসুবিধা হবে না। কারো কোন শংসাপত্র বা কোন কিছু প্রয়োজন হলে প্রতিটি ওয়ার্ডের কো অডিনেটর দের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এখন ট্যাক্স কালেকশন টা বন্ধ থাকবে। সেক্ষেত্রে কাউকে ফাইন দিতে হবে না। পুরসভা জীবানুমুক্ত করে আজ থেকেই বন্ধ রাখা হলো, সামনের বুধবার থেকে খোলার চিন্তা ভাবনা আছে সব দিক বিবেচনা করেই পুরসভা খোলা হবে।