ওয়েব ডেস্ক :- শিক্ষায় সব থেকে পিছিয়ে মুসলিমরা
কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী দেশে অন্যান্য সম্প্রদায়ের তুলনায় এখনো শিক্ষায় সব থেকে পিছিয়ে রয়েছে ইসলাম ধর্মাবলম্বী ছেলেমেয়েরা।
এমনকি তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের থেকেও শিক্ষায় পিছিয়ে মুসলিমরা
ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিসের প্রকাশিত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, সাত বছর ও তার ওপরে ছাত্র-ছাত্রীদের শিক্ষার হার এর ক্ষেত্রে সবথেকে পেছনের সারিতে মুসলিম ছেলে মেয়েরা।
রিপোর্ট বলছে, গ্রামীণ এলাকায় হিন্দু সম্প্রদায়ের ৮১.৮ শতাংশ ছাত্র এবং ৬৪.৫ শতাংশ ছাত্রী শিক্ষায় উপস্থিতির হার। সেখানে মুসলিম সম্প্রদায়ের ছাত্রের উপস্থিতির হার ৭৭.৪ শতাংশ এবং ছাত্রীর উপস্থিতির হার ৬৪.৮ কত শতাংশ। সেখানে খ্রিষ্টান, শিখ সহ অন্যান্য সম্প্রদায়ের শিক্ষায় উপস্থিতির হার ৮১ থেকে ৮৫ শতাংশের বেশি। শিক্ষার্থীদের শিক্ষার হার ৬৫ থেকে ৭৭ শতাংশ। শহর এলাকাতেও শিক্ষায় উপস্থিতির হার এর ক্ষেত্রে সবথেকে পিছিয়ে রয়েছে মুসলিমরা।
সাচার কমিটির রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে দেশের মুসলিমদের শিক্ষায় উন্নতি করার তোড়জোড় শুরু হয়েছিল। কিন্তু বাস্তবে শিক্ষায় সব থেকে পিছিয়ে রয়েছে সেই মুসলিম। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিস প্রকাশিত এই সমীক্ষার রিপোর্ট তেমনটাই দেখা যাচ্ছে।
প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর, আমাকে উচ্চশিক্ষায় সবক্ষেত্রেই শিক্ষায় উপস্থিতির হাড়ের দিকে নিচের সারিতে রয়েছে মুসলিমরা। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, উচ্চশিক্ষায় দলিতদের যেখানে গড় উপস্থিতির হার ৫২.৮ শতাংশ, সেখানে মুসলিমদের হাত ৪৮ শতাংশ।
এই পরিস্থিতির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করলেন রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী আব্দুস সাত্তার। তিনি জানান, সাচার কমিটির রিপোর্ট প্রকাশিত হওয়ার পর, সংখ্যালঘুদের আর্থসামাজিক থেকে শিক্ষা উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা নেয়া হয়েছিল। ধীরে ধীরে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রক্রিয়াও শুরু হয়েছিল। কিন্তু ২০১৪ কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই সব প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে মুসলিমরা। উপার্জনের পথ খুঁজে পাচ্ছে না। সরকারি চাকরিতে মুসলিমদের উপস্থিতির হার দিন দিন কমছে। যার ফলে মুসলিমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে শিক্ষাক্ষেত্রে। অর্থ উপার্জনের ক্ষেত্রে মুসলিমদের মধ্যে স্কুলছুট বাড়ছে। যার ফলে শিক্ষায় উপস্থিতির হার মুসলিমদের কমছে। এটার জন্য সম্পূর্ণ দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। সাচার কমিটির সুপারিশ অনুযায়ী মুসলিমদের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে যে নানা বিধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তা বাস্তবায়িত করতে হবে।