নিউজ ডেস্ক: – রাষ্ট্র শক্তির ক্ষমতার অপব্যাবহার আর সমালোচকদের মুখবন্ধ করা .ক্ষমতাশীনদের চিরকালীন কৌশল। একদিন আগেই ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে হয়েছিলেন সমালোচক । পরের দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোমায় চলে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক ন্যাভালনি। তিনি বলেন আমায় মেরে পুতিনের লাভ হবে না, এভাবেই তাঁর জীবিত থাকার রহস্য জানিয়েছিলেন অ্যালেক্সেই ন্যাভালনি।
বহুবার রাশিয়ার সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে জেলে গিয়েছেন ৪৪ বছরের রাজনৈতিক কর্মী। কিন্তু নিজের সমর্থকদের তিনি বলেছিলেন যে তাঁর মৃত্যুতে পুতিনের লাভ হবে না, তাই অত ভয় পাচ্ছেন না। বৃহস্পতিবার সার্বিয়ায় রাজনৈতিক কার্যকলাপ সেরে মস্কোয় আসার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর সমর্থকদের দাবি, তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এয়ারপোর্ট ক্যাফেতে চা খেয়েছিলেন তিনি। এরপর প্লেনে উঠেই তাঁর শরীর খারাপ করতে লাগে। প্লেন তখন এমার্জেন্সি ল্যান্ডিং করে সাইবেরিয়ায় ওমস্ক শহরে। সেখানে তিনি এখন কোমায়।ক্রেমলিনের অবশ্য দাবি, তারা এই ঘটনার পিছনে নেই। ন্যাভালনির দ্রুত আরোগ্য কামনা করে রাশিয়া সরকার বলেছে যে সরকার যতটা সম্ভব চেষ্টা করছে। যদিও এতে ভুলছেন না ন্যাভালনির সমর্থকরা যাদের দাবি নিশ্চিত ভাবে চায়ে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল।