তাবলীগীদের বিরুদ্ধে করা এফ আই আর তুলে নেওয়ার নির্দেশ বোম্বে হাইকোর্টের
ভ্রান্ত প্রচার করেছে মিডিয়াও
নিজস্ব প্রতিবেদক: দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলীগীদের ইজতেমায় যোগ দেওয়া বিদেশিদের বিরুদ্ধে চক্রান্তের অবসান। বোম্বে হাইকোর্টের নির্দেশে অভিযোগ থেকে খালাস পেতে চলেছে দেশ ও বিদেশের তাবলীগীরা। শুক্রবার বোম্বে হাইকোর্ট এক মামলার শুনানিতে মহারাষ্ট্র পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দিয়েছে, অবিলম্বে এদের বিরুদ্ধে কড়া এফআইআর তুলে নিতে হবে। এই সমস্ত ধর্মপ্রাণ মানুষগুলিকে বলির পাঁঠা করা হচ্ছে বলেও মন্তব্য করে বোম্বে হাইকোর্ট।
করোনা অবহে লকডাউন শুরু হওয়ার কয়েক দিন আগে দিল্লির নিজামুদ্দিন মারকাজে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। যেখানে বিভিন্ন দেশ থেকে প্রায় ২ হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। সেই ইজতেমা শেষ হওয়ার আগেই দেশে করোনা পরিস্থিতি তৈরি হয়। লকডাউন এর জেরে আটকে পড়েন বিদেশি তাবলীগী ভাইয়েরা। এরকম ২৯ জন বিদেশি তাবলীগী ও তাদের আশ্রয় দেওয়ার জন্য দেশের ৬ নাগরিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল মহারাষ্ট্র পুলিশ। এদের বিরুদ্ধে, মহামারী আইন, মহারাষ্ট্র পুলিশ আইন, বিপর্যয় ম্যানেজমেন্ট আইন এবং বিদেশি আইনের পর্যটক ভিসার শর্ত লংঘন করে নিজামুদ্দিন মারকাজ তাবলীগী ইজতেমা অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল।
একটি সর্বভারতীয় ইংরেজি পোর্টালের প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার বোম্বে হাইকোর্টের বিচারপতি টিভি নালাওয়ালে ও বিচারপতি এম জি শিউলিকারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আমরা পর্যবেক্ষণ করে দেখেছি বিদেশি তাবলীগীদেরকে বলির পাঁঠা করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে এফআইআর বাতিল করতে হবে। একইসঙ্গে মিডিয়ার সমালোচনা নিয়েও মন্তব্য করেছে হাইকোর্ট।নিজামুদ্দিন মারকাজে অংশ নেওয়া বিদেশি তাবলীগীদের সম্পর্কে মিডিয়া ভ্রান্ত ধারণা প্রচার করেছে বলে মন্তব্য করেছেন বিচারপতিরা। এইসব বিদেশী তাবলীগীদের সম্পর্কে দেশজুড়ে করোনা ছড়াচ্ছে বলে যে প্রচার করা হচ্ছে তা একেবারেই অমূলক। সরকারও করোনা ছড়াচ্ছে অভিযোগ তুলে বিদেশি তাবলীগীদের বলির পাঁঠা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বোম্বে হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চ।