৪ লক্ষ যুবক-যুবতী তৃণমূলে যোগ দিচ্ছেন ইউথ ইন পলিটিক্সের মাধ্যমে

Spread the love

 

একুশের লক্ষ্যে ইউথ ইন পলিটিক্সের মাধ্যমে গোটা রাজ্যে অন্তত ৪ লক্ষ যুবক-যুবতী তৃণমূলে যোগ দিচ্ছেন

নিউজ ডেস্ক : –    একুশের লড়াইয়ে তৃণমূলের হাতিয়ার যুবসমাজ, রাজ্যজুড়ে শাসকদলে যোগদান প্রায় ৪ লক্ষ যুবকের একুশের লক্ষ্যে বাজিমাত করতে তৎপর তৃণমূল। বিজেপিকে ধরাশায়ী করতে এবার বিপুল যোগদানের আয়োজন রাজ্যের শাসকদল। বিধানসভা নির্বাচনের আগে দিকে দিকে দলকে শক্তিশালী করতে যুবসমাজকে কাছে টানছে তৃণমূল।

তারই ফলশ্রুতি হিসাবে আজ, রবিবার গোটা রাজ্যে অন্তত ৪ লক্ষ যুবক-যুবতী তৃণমূলে যোগ দিচ্ছেন। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় যোগদান কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জেলা সভাপতিরা অনুষ্ঠান করে যোগদান করাবেন এবং করাচ্ছেন বলে খবর।

লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর তৃণমূলকে জয়ের সরণিতে ফেরাতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয় রাজ্যের শাসকদল। রণনীতিও তৈরি করে ফেলেন পিকে। ইউথ ইন পলিটিক্স বলে কর্মসূচিরা মাধ্যমে রাজনীতিতে যোগদানর জন্য যুবসমাজকে আহ্বান করেন পিকে।

সেই কর্মসূচি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। গোটা রাজ্যে প্রায় ৪ লক্ষের মতো যুবক-যুবতী (১৮-৩৫ বয়সের মধ্যে) ওই কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন। তাঁরাই আজ, আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন।

 

গত এক মাস ধরেই রাজ্যব্যাপী তৃণমূলে যোগদান শিবির চলছে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) আহ্বানে বহু রাজনৈতিক নেতা-কর্মী বিজেপি-সিপিএম-কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। শুধু তাই নয়, যাঁরা দল ছেড়ে গিয়েছিলেন তাঁরাও আবার ফিরে আসছেন। এবার লক্ষাধিক যুবককে যোগদান করাচ্ছে তৃণমূল। একুশের ভোটের আগে দলের সংগঠনকে মজবুত করতে কাজ চালিয়ে যাচ্ছে টিম পিকে। গত কয়েক মাসে চুপিসারে বিরোধী দলগুলির সংগঠনে ভাঙন ধরিয়ে কাজ করে চলেছে সেই টিম। এদিন কোন কোন জেলায় কারা যোগদান করাচ্ছেন দেখে নিন-

এছাড়াও সমাজের স্বচ্ছ ভাবমূর্তি বহু ব্যক্তিত্বও যোগ দিচ্ছেন তৃণমূলে । এবার যোগ দেওয়ার পালা যুব সমাজের।

আসন্ন নির্বাচনের আগে পার্টির সংগঠনও বেশ মজবুত করতে হবে। আর বিজেপিকে প্রবল চাপের মধ্যে ফেলে দিতে হবে । গোটা টিমকে বারবার বুঝিয়েছেন পিকে। বিজেপির সংগঠনকে চুরমার করতে ময়দানে নেমে টিমকে কাজ করার বার্তা দিয়েছেন দলনেত্রী। গত কয়েক মাসে সেই কাজটাই চুপিসারে করে ফেলেছে টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.