নিউজ ডেস্ক .কলকাতা:- “বই ধরো বই পড়ো ” প্রকল্পে প্রতিনয়ত বাড়ছে সদস্য সংখ্যা । পাঠকদেরকে আরো গ্রন্থাগার মুখী করা প্রয়োজন । বতর্মানে অনলাইন এর জগতে মানুষ হাতের কাছে যদিও সব ধরণের বই পি ডি এফ এর মাধ্যমে পেয়ে যাচ্ছে । তবুও হার্ড কপিতে পড়ার মজাই আলাদা।
সাধারণ মানুষকে আরও বেশি গ্রন্থাগারমুখী করে তুলতে রাজ্য সরকারের গৃহীত ‘বই ধরো-‘বই পড়ো’ প্রকল্পে এখনো পর্যন্ত দু’লক্ষ ৮০ হাজার পাঠক সদস্য হয়েছে বলে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন। চলতি অর্থবর্ষে পাঁচ’লক্ষ পাঠককে সদস্য করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানান। এই প্রকল্পে নিখরচায় সব বয়সের মানুষ সদস্য হয়ে রাজ্য সরকারের যেকোনো গ্রন্থাগারে পছন্দমত বই পড়তে পারবেন। মন্ত্রী বলেন, শিশু, প্রাপ্তবয়স্ক, প্রবীণ নাগরিক ও প্রবাসীদের জন্য ভিন্ন ভিন্ন পরিচয়পত্র করা হয়েছে।
সৌজন্য:- আকাশবাণী কলকাতা