বঙ্গ বিজেপি প্রার্থী বাছতে নাজেহাল কাল ঘোষিত হতে পারে প্রার্থী তালিকা

Spread the love

নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত ,বামফ্রন্ট এরও প্রায় ঘোষিত কংগ্রেস এর প্রাথমিক তালিকাও ঘোষিত কিন্তু বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার জন্য বঙ্গ বিজেপি চাতক পাখির ন্যায় চেয়ে রয়েছে।
এদিকে নেতারা দফায় দফায় বৈঠকে বসছেন চলছে দল ভাঙানোর খেলা। দিল্লীর শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সম্ভাব্য তালিকা। কিন্তু তারপরেও ৪২ আসনে প্রার্থী বাছতে রীতিমতো ল্যাজেগোবরে । এর অন্যতম কারণ, বিজেপি এখনও অন্য দলের থেকে ‘হেভিওয়েট’ আনার চেষ্টা জারি রেখেছে।
জানা যাচ্ছে, বেশ কয়েকটি আসন নিয়ে এখনও প্রবল দ্বন্দ্বে বিজেপি। তার মধ্যে একদিকে যেমন বসিরহাট, যাদবপুরের মতো আসন রয়েছে, তেমনই অন্যদিকে ঘাটাল, ডায়মন্ড হারবারের মতো আসন রয়েছে। শেষ খবর জানা যাচ্ছে বঙ্গ বিজেপির সাতাশ আসনে প্রার্থী চুড়ান্ত। যতদূর খবর জানা যাচ্ছে হূগলীতে লকেট চ্যার্টাজী রায়গঞ্জে দেবশ্রী উত্তর কককাতা রাহুল চক্রবতী বীরভূমে দুধকুমার মন্ডল দমদমে শমীক ভট্টার্চায মেদিনীপুরে দিলীপ ঘোষ,ব্যারাকপুরে অর্জুন সিংহ,দক্ষিণ মালদহে খগেন মুর্ম ।
বসিরহাটের প্রার্থী এখনও ঠিক করা যায়নি। এখানে তৃণমূলের নুসরতের বিরুদ্ধে তপন ঘোষের মতো গোঁড়া হিন্দুত্ববাদী নেতাকে দাঁড় করানো হবে নাকি মুসলিম প্রার্থীকে বাছা হবে তা নিয়ে প্রবল দোটানায় দল। তবে আসানসোলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও মেদিনীপুরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষই দাঁড়াচ্ছেন। কলকাতা উত্তরে রাহুল সিনহা, দমদমে শমীক ভট্টাচার্য, বারাসতে সায়ন্তন বসু, বালুরঘাটে বিশ্বপ্রিয় রায়চৌধুরি, বর্ধমান-দুর্গাপুরে সুভাষ সরকার, বাঁকুড়ায় রাজু ব্যানার্জির দাঁড়ানোর কথা চলছে। এরা সবাই রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।


আবার বিধায়ক মনোজ টিক্কাকে বলা হয়েছে, আলিপুরদুয়ার থেকে লড়াই করুন। সেখানে বীরেন্দ্র ওঁরাওয়ের নামও শোনা গেছে। আবার বিষ্ণুপুরে নতুন দলে যোগ দেওয়া সৌমিত্র খান।এরা ঠিক ভোটের আগে তৃণমূল সিপিএম থেকে বিজেপিতে এসেছেন। শোনা যাচ্ছিল, দার্জিলিং কেন্দ্র নিয়ে বিজেপির অন্য ভাবনা আছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি ওখান থেকে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকেই প্রার্থী করতে চলেছে তারা। নাহলে দাঁড়াবেন সৎপাল মহারাজ। বহুদিন পরে শোনা যাচ্ছে ষষ্ঠী দুলের নামও। আরামবাগ থেকে দাঁড় করানো হতে পারে তাঁকে। কৃষ্ণনগর থেকে দাঁড় করানো হতে পারে সত্যব্রত মুখার্জিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.