নিউজ ডেস্ক :- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁকে শ্রদ্ধা জানাতে আগামী সাতদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্র। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার রাজ্যের প্রতিটি সরকারি দপ্তরে ছুটিও ঘোষণা করা হয়েছে। এছাড়া ওইদিন পূর্ব নির্ধারিত পুলিশ দিবসের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। পরিবর্তে আগামী ৮ সেপ্টেম্বর পালিত হবে পুলিশ দিবসের অনুষ্ঠান।
ভারতরত্ন’ তথা দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে এদিন ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে তাঁকে শ্রদ্ধা জানাতে আগামীকাল রাজ্য সরকারের সমস্ত প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। এদিন টুইট করে এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক।
মাসখানেক আগে বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন প্রণববাবু। এরপর দিল্লির আর্মি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়, সেখানেই চলে অস্ত্রোপচার। কিন্তু তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। ভেন্টিলেশন থেকে ক্রমশ কোমায় চলে যায় প্রাক্তন রাষ্ট্রপতি। ধরা পড়ে করোনাও। সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেন্দ্রীয় সরকারের একাধিকবারের একাধিক মন্ত্রকের মন্ত্রী। তাঁর প্রয়াণে আগামীকাল থেকে ৬ অগাস্ট পর্যন্ত দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন হবে। সমস্ত সরকারি দপ্তরে অর্ধনমিত রাখা হবে দেশের জাতীয় পতাকা।
অন্যদিকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামীকাল রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, কোনও কারণে যদি আগামীকাল প্রণববাবুর শেষকৃত্য না হয়, তবে যেদিন হবে সেদিনও সমস্ত সরকারি দপ্তর ছুটি থাকবে।