নিজস্ব সংবাদদাতা .বড়ঞা .মুর্শিদাবাদ :- জামাআতে ইসলামী হিন্দ ও এস আই ও র কৃতি সংবর্ধনা বড়ঞা য় । বড়ঞা ব্লক এলাকার 29 জন কৃতি ছাত্র-ছাত্রী কে সংবর্ধনা দিলো জামাআতে ইসলামী হিন্দ ও স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া(এস আই ও) রবিবার বড়ঞা ব্লকের বেলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে মধ্য দিয়ে কৃতীদের হাতে ফাইল সহ পেন একটি চারাগাছ দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। ছাত্র-ছাত্রীদের বেশিরভাগই মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লক এলাকার তথাকথিত পিছিয়ে পড়া এলাকা বেলডাঙ্গা, ঝিকরহাটি, কুণ্ডল, আন্দি, সহ বিভিন্ন গ্রামের ছেলে মেয়ে। কৃতীদের মধ্যে মাধ্যমিক উত্তীর্ণ 11 জন ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ 18 জন ছাত্র ছাত্রী ছিল । অনুষ্ঠানে এই দিন উপস্থিত হয়েছিলেন এস আই ও সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক আব্দুল্লাহিল কাফি সংগঠনের সদস্য মোহাম্মদ ইনজামাম উল লাইস জামাআতে ইসলামী হিন্দ এর ব্লক সভাপতি আমিরুল বাসার সহ এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা এস আই ও জামাআতে ইসলামী হিন্দের এই ধরনের প্রচেষ্টায় পড়ুয়ারা উদ্বুদ্ধ হবে বলে মন্তব্য করেন।