নিউজ ডেস্ক :- আগামী শনিবারের লকডাউন প্রত্যাহার করল রাজ্য সরকার । অবশেষে ডাক্তারি প্রবেশিকায় বসা রাজ্যের বিপুল সংখ্যক পরীক্ষার্থীর কথা ভেবে রাজ্য সরকার লকডাউনের মেয়াদ একদিন কমিয়ে দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়া ট্যুইটারে জানালেন, ১২ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন হচ্ছে না। ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা। তার আগে শুক্রবার ও শনিবার ছিল এ রাজ্যে লকডাউন। তাই দূরবর্তী এলাকার পরীক্ষার্থীরা বিরাট সমস্যায় পড়ত। এ জন্য অভিভাবক মহল সহ বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল কমপক্ষে নিট পরীক্ষার আগের দিন যেন লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়।
সেই দাবিতে সমর্থন মিলল রাজ্য সরকারের। আজ বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হল শনিবার লকড্ুন থাকছে না রাজ্যজুড়ে। শুধুমাত্র শুক্রবার লকডাউন থাকবে। এর ফলে বিপুল সংখ্যক নিট পরীক্ষার্থী হাঁফ ছেড়ে বাঁচলেন বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ট্যুইটারে জানান, পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন থাকবে। কিন্তু ১৩ সেপ্টেম্বর নিট ২০২০ পরীক্ষার বিষয়টির কথা ভেবেছি। তাই ও ছাত্র সমাজের কাছ থেকে প্রচুর অনুরোধ পাওয়ার পর ১৩ সেপ্টেম্বর পরীক্ষা কেন্দ্রগুলিতে যেতে সুবিধার জন্য ১২ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন প্রত্যাহার করা হল।