‘ প্রধানমন্ত্রী ময়ূরকে নিয়ে ব্যস্ত , তাই নিজের প্রাণ নিজেই বাঁচান!’ করোনা নিয়ে সরাসরি হিট মোদিকে রাহুলের

Spread the love

নিউজ ডেস্ক :- করোনা ভাইরাস নিয়ে এবার সরাসরি মোদিকে হিট করলেন রাহুল গান্ধী । তিনি বললেন  দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদের বাদল অধিবেশনের শুরুর দিন তিনি নিজে বিদেশে থাকলেও, চাঁছাছোলা ভাষায় কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে।    আবারও দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদের বাদল অধিবেশনের শুরুর দিন তিনি নিজে বিদেশে থাকলেও, চাঁছাছোলা ভাষায় তোপ দেগেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

এ দিন রাহুল গান্ধী ট্যুইটে লেখেন, ‘এই সপ্তাহেই ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যাবে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছাড়াবে ১০ লাখ। একজন মানুষের ইগোর উপহারে অপরিকল্পিত লকডাউন, আর সেই কারণেই দেশে এ ভাবে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মোদী সরকার বলছে, আত্মনির্ভর হও…যার অর্থ, নিজের প্রাণ নিজে বাঁচাও। কারণ দেশের প্রধানমন্ত্রী ময়ূরকে নিয়ে ব্যস্ত আছেন।’

দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে জাতীয় পাখি ময়ূরদের নিজের হাতে খাওয়ানোর এবং ময়ূরদের সঙ্গে সময় কাটানোর ভিডিয়ো প্রকাশ করেন স্বয়ং নরেন্দ্র মোদী। তাঁ এই ভিডিয়ো পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় তুলকালাম পড়ে যায়। অনেকেই যেমন প্রধানমন্ত্রীর দরদী মনোভাবের দিকটি তুলে ধরার চেষ্টা করেন, অনেকেই আবার বলেন, ‘গোটা দেশ যখন মহমারীতে বিপর্যস্ত, তখন প্রধানমন্ত্রীর অখণ্ড অবসর!’ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও প্রধানমন্ত্রীর সেই ময়ূর-সঙ্গ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। ট্যুইটারে বহু পুরনো এক সংবাদপত্রের ছবি ও প্রতিবেদনের কাটিং ব্যবহার করেন মহুয়া। সেই প্রতিবেদনটি ছিল জার্মানির শাসক হিটলারের হরিণ খাওয়ানোর একটি দৃশ্যের উপর ভিত্তি করে। তাতে লেখা, ‘ছোট্ট হরিণদের খাওয়াচ্ছেন হিটলার। এতেই বোঝা যাচ্ছে প্রকৃতির সংস্পর্শে এলে মানুষের আসল ছবিটা সামনে চলে আসে।’ কটাক্ষের সুরেই ব্যবহার করা হয়েছে এই বাক্যবন্ধ।

এ বার সেই ময়ূরের প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল। এর আগেও নানা সময়ে করোনা নিয়ে কেন্দ্রকে বিঁধে ট্যুইট করেছেন তিনি। তার জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেছিলেন, ‘রোজই ট্যুইট করছেন রাহুল গান্ধী। এতেই বোঝা যাচ্ছে কংগ্রেসের আর কোনও কাজ নেই, তাই তারা ট্যুইটের দলে পরিণত হয়েছে।’

সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হলেও তার প্রথম অধ্যায়ে উপস্থিত থাকতে পারছেন না কেরালার সাংসদ। তাঁর মা তথা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর বার্ষিক চেক-আপের জন্য গত সপ্তাহেই বিদেশে গিয়েছেন। সপ্তাহ দুয়েক তাঁরা দেশের বাইরেই থাকবেন বলে জানা গিয়েছে।

অর্থনীতি থেকে বর্তমান পরিস্থিতি সব বিষয়েই এবার রাহুল গান্ধী সরাসরি খোলামেলা মন্তব্য করে চলেছে । রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত এবার রাহুল গান্ধী প্রকৃত বিরোধী ভুমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.