বাংলায় চালু হচ্ছে পুরোহিত ভাতা, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক: – বাংলার গরীব পুরোহিত দের সুখবর দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী । উৎসবের মরশুম শুরুর মুখে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। এবার পুরোহিতদেরও ভাতা দেবে সরকার। প্রতি মাসে পুরোহিতদের ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মাস থেকেই পুরোহিতদের ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নবান্ন সূত্রে খবর, ভাতার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮ হাজার পুরোহিত আবেদন করেছেন। প্রাথমিকভাবে তাঁদের প্রত্যেককে মাসিক আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ভবিষ্যতে আরও নাম জমা পড়লে তা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে আধিকারিকরা জানিয়েছেন।
ইমাম-মোয়াজ্জমদের ভাতা দেওয়া নিয়ে বিরোধীদের কম আক্রমণের মুখে পড়তে হয়নি রাজ্য সরকারকে। এক্ষেত্রে পুরোহিতদের কেন ভাতা দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলে সরব হয়েছিল বিজেপি। অন্যদিকে, পুরোহিতদের সংগঠনগুলিও সরকারের উপরে এই নিয়ে চাপ সৃষ্টি করছিল।
লকডাউনের আগে কলকাতার রাণী রাসমণি এভিনিউতে পুরোহিত সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল। সেখানেই পুরোহিতদের জন্য ভাতা চালুর দাবিকে সমর্থন করেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী বলেছিলেন, ‘পুরোহিতরা খুব কষ্টে-সৃষ্টে দিন যাপন করেন। তাঁদের ভাতার দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব। তৃণমূল সরকার বাংলার প্রতিটি মানুষের সঙ্গে আছে। পুরোহিতদের পাশেও থাকবে।’ সেইসঙ্গে পুরোহিতরা যাতে স্বাস্থ্যসাথী-সহ একাধিক পরিষেবা পান, সেই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন তিনি। যার পরে শুরু হয়েছিল পুরোহিত ভাতার জল্পনা।
আরও পড়ুন: বাংলা ধ্রুপদী ভাষা নয় কেন? অবাঙালি ভোটের লক্ষ্যে হিন্দি সেলও গড়ল তৃণমূল!
বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগেই রাজ্যে পুরোহিতদের ভাতা দেওয়া নিয়ে তৎপর হয়ে উঠেছিল রাজ্যের শাসকদল। জেলায় জেলায় পুরোহিতদের নামের তালিকা তৈরির কাজও শুরু করে দিয়েছিল তারা। এদিন পুরোহিতদের ভাতা দেওয়ার সরকারি সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এর আগে অ্যাকাডেমি তৈরির জন্য আমরা সনাতন ব্রাহ্মণ গোষ্ঠীকে কালীঘাটে জমি দিয়েছি। এই গোষ্ঠীর বহু পুরোহিত খুব গরিব। আমরা তাঁদের অর্থনৈতিকভাবে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। সরকার তাঁদের প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা দেবে। এছাড়া সরকারি আবাস যোজনার আওতায় তাঁদের বাড়ি বানিয়ে দেওয়া হবে।’
দুর্গাপুজোর ঠিক আগে পুরোহিতদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। পুজোর মাস থেকেই পুরোহিতদের ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সোমবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী