বেহালায় জেলা বিজেপি’র প্রাক্তন সাধারণ সম্পাদক তিন শতাধিক কর্মী নিয়ে তৃণমূলে ফিরলেন
পরিমল কর্মকার ,অয়ন বাংলা .(কলকাতা) : কলকাতা দক্ষিন শহরতলী জেলা বিজেপি’র প্রাক্তন সাধারণ সম্পাদক সন্দীপ রায় প্রায় তিন শতাধিক বিজেপি’র নেতা ও কর্মী নিয়ে পুনরায় তৃণমূলে ফিরলেন। বেহালায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বাংলাকে বঞ্চনার প্রতিবাদের এই সভামঞ্চে মন্ত্রী পার্থ চট্টোপধ্যায়ের হাত ধরে তারা তৃণমূলে ফিরলেন বলে জানালেন সন্দীপ রায়।
সন্দীপবাবু বলেন, “২০১৪ সালে নরেন্দ্র মোদী বহু প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীর গদীত বসেছিলেন। সেই আচ্ছে দিনের… কোনও প্রতিশ্রুতিই তিনি পালন করতে পারেননি। দেশে বেকার থেকে শুরু করে দারিদ্রতা দূরীকরণ তো দূরের কথা, উল্টে বিজেপি নেতাদের দুর্নীতিতে ভরে গিয়েছে দেশ ও রাজ্য।”
সম্প্রতি নব নিযুক্ত দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শঙ্কর শিকদার সম্পর্কেও তার ক্ষোভ তিনি চেপে রাখতে পারেননি। তিনি কিভাবে জেলা সভাপতির আসনে বসলেন ? …তার ব্যাখ্যা করতে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন। সাংবাদিকদের বললেন, “আজ তৃণমূলে ফিরলাম, তাই বিজেপি’র নতুন জেলা সভাপতি সম্পর্কে বেশি কিছু ফাঁস করলাম না। শীঘ্রই সাংবাদিক বৈঠক করে আপনাদের সব জানিয়ে দেব।” তিনি বলেন, শঙ্কর শিকদারকে জেলা বিজেপি’র অনেকেই পছন্দ করছেন না। তাই আগামী দিনে এই জেলায় দলে দলে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে জানালেন সন্দীপ রায়।