খালিদের গ্রেফতার নিয়ে সরব বুদ্ধিজীবি রা প্রশান্ত ভূষণ বললেন চার্জশিটে নাম থাকছে সীতারাম যোগেন্দ্রদের, গ্রেফতার হচ্ছে উমর খালিদ

Spread the love

নিউজ ডেস্ক:- দিল্লি দাঙ্গা মামলায়    ছাত্র নেতা উমর খালিদের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন দেশের বিভিন্ন প্রান্তের বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃত্ব। এবার সরব হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিজেপির সরকারের ফ্যাসিবাদী নীতির প্রবল সমালোচক প্রশান্ত ভূষণ।

তিনি টুইট করে লেখেন ট্যুইট করে লেখেন, দিল্লী পুলিশ সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, জয়তি ঘোষ আর অপুর্বানন্দের নাম চার্জশিটে নেওয়ার পর যেভাবে উমর খালিদকে গ্রেফতার করেছে, তারপর দিল্লী দাঙ্গায় হওয়া তদন্ত নিয়ে সন্দেহ হচ্ছে। এটা তদন্তের নামে নিরীহ প্রদর্শনকারীদের ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে মাত্র।

প্রকাশ থাকে যে রবিবার গভীর রাতে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা ওমর খালিদকে ১১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইউএপিএ অ্যাক্টের আওতায় দিল্লি দাঙ্গা মামলায় সরাসরি যোগাসাযোগের অভিযোগে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সমাজকর্মী, লেখক-লেখিকা, ছাত্র-ছাত্রী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। টুইটারে ওমার খালিদের মুক্তির দাবিতে শুরু করা হয়েছে হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ উমর খালিদ ট্রেন্ড।

দিল্লির দাঙ্গার সময় বিজেপি নেতা কপিল মিশ্র ও অনুরাগ ঠাকুর সহ আরও অনেক বিজেপি নেতা উদ্দেশ্য প্রণোদিতভাবে এক সম্প্রদায়ের বিরুদ্ধে লাগাতার বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন এবং সেই ভিডিওগুলো নিমিষেই সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়।

 

তবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ তারা শাসক দল বিজেপির সাথে যুক্ত। বরং তাদের গ্রেফতার করা হয়েছে যারা সাংবিধানিক পদ্ধতিতে নিজ অধিকারের জন্য লড়াই করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.