বেকার যুবক যুবতী দের স্ব নির্ভর করতে সহজে, কম সুদে ঋণ নিয়ে ব্যবসার সুযোগ ‘কর্মসাথী’ প্রকল্পে

Spread the love

সহজে, কম সুদে ঋণ নিয়ে ব্যবসার সুযোগ ‘কর্মসাথী’ প্রকল্পে, আবেদন করা যাবে আজ থেকেই

ওয়েব ডেস্ক :- বেকার যুবক যুবতীদের এবার স্বনি্ভর করার বিষয়ে একধাপ এগোল মমতা ব্যানার্জীর  সরকার।  রাজ্যে বেকারত্বের হার কমাতে সদা তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার । যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে একাধিক ছোট, বড় একাধিক প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। তার মধ্যে অন্যতম ‘কর্মসাথী’ প্রকল্প (Karmasathi)। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প ঘোষণা করেছিলেন। রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করার ব্যবসায় উৎসাহ দিতে সহজে ও কম সুদে ২ লক্ষ টাকা করে ঋণদানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আজ, বিশ্বকর্মা পুজো ও মহালয়ার পবিত্র দিনে তার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। গেজেট নোটিফিকেশন  জারি করল রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তর (MSME)। আজকের পর থেকে ঋণের আবেদন করা যাবে।

 

কারা এই ঋণ পাবেন, কী কী শর্ত প্রযোজ্য – সবটাই বিস্তারিত বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। জানা গিয়েছে –

১৮ থেকে ৫০ বছর বয়সি যে কেউ ‘কর্মসাথী’ প্রকল্পে ঋণের জন্য আবেদন করতে পারবেন।

 

আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

 

সর্বোচ্চ ২ লক্ষ টাকা সফট লোন মিলবে রাজ্য সরকারের তরফে, যা নিয়ে ব্যবসা বা নিজের সংস্থা খুলতে পারবেন ঋণগ্রহীতারা।

 

‘কর্মসাথী’ প্রকল্পের সুবিধা পেতে আবেদনগুলি খতিয়ে দেখে ঋণদানে অনুমোদন দেওয়ার জন্য জেলায় জেলায় তৈরি হয়েছে একটি স্ক্রিনিং কমিটি, যে কমিটিতে জেলাশাসক ছাড়াও তাঁকে কাজে সাহায্যের জন্য থাকছেন সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার, জেলার হ্যান্ডলুম দপ্তর, মৎস্য, কৃষি বিপণন, উদ্যানপালন দপ্তরের আধিকারিকরা। তবে কলকাতার ক্ষেত্রে এই বিষয়টি দেখভালের দায়িত্বে থাকবেন MSME দপ্তরের ডিরেক্টর। পুজোর আগেই ‘কর্মসাথী’ প্রকল্প কার্যকর হওয়ায় খুশি বেকার যুবক, যুবতীরা। দ্রুতই ঋণ নিয়ে ব্যবসায় হাত লাগানোর মধ্যে দিয়ে দ্রুত স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তাঁরা অনেকেই।

 

সৌজন্য :- সংবাদ প্রতিদিন

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.