আচ্ছে দিন, বেসরকারি রেল কোম্পানি ইচ্ছামতো ভাড়া বাড়াতে পারবে : জানাল কেন্দ্র সরকার
নিউজ ডেস্ক : – প্রতিদিনই সরকারী সম্পত্তি হচ্ছে বেসরকারীকরণ। বেশ কিছুদিন ধরেই রেলে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করতে চাইছে মোদী সরকার। এবার সরকার জানাল, যে বেসরকারি সংস্থা ট্রেন চালাবে, তারা ইচ্ছামতো বিভিন্ন রুটে ভাড়া নিতে পারবে।
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব বলেন, “বেসরকারি সংস্থাগুলিকে ইচ্ছামতো ট্রেনের ভাড়া স্থির করার অধিকার দেওয়া হবে। তবে একই রুটে চলবে এয়ার কন্ডিশনড বাস ও প্লেন। ভাড়া স্থির করার সময় বেসরকারি সংস্থাকে একথা মাথায় রাখতে হবে।”
রেলভাড়া ভারতে একটি খুবই সংবেদনশীল বিষয়। ভারতে প্রতিটি ট্রেন রোজ যত যাত্রী বহন করে তা অস্ট্রেলিয়ার জনসংখ্যার সমান। দেশের দরিদ্র জনসংখ্যার এক বিরাট অংশ যাতায়াতের জন্য ট্রেনে চড়েন।
বেশ কয়েক দশক ধরে নানা সমস্যায় পড়েছে ভারতীয় রেল। তাই ট্রেন চালানো থেকে স্টেশনের আধুনিকীকরণ, প্রতিটি বিষয়েই বেসরকারি পুঁজিকে আহ্বান করেছে মোদী সরকার।
করোনা অতিমহামারীর ফলে এই প্রথমবার সংকুচিত হচ্ছে দেশের অর্থনীতি। এই অবস্থায় সরকারের পক্ষে রেলের জন্য বেশি বরাদ্দ করা সম্ভব নয়। রেল পরিষেবা চালু রাখার জন্য বেসরকারি পুঁজি আহ্বানের সেটাও একটা কারণ।
জুলাই মাসে সরকার ঘোষণা করে, বেসরকারি সংস্থাকে ১৫১ টি যাত্রীবাহী ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে। নয়াদিল্লি ও মুম্বই রেল স্টেশনের আধুনিকীকরণের দায়িত্বও বেসরকারি হাতে দেওয়ার কথা বলা হয়।
ভারতের রেল গরীবের রেল ,এবার রেল কোম্পানি যদি ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি করে তাহলে গরীবের রেলে চড়ার স্বপ্ন আর বাস্তবে হবে না সেটাই বলা বাহূল্য ।