সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মামলায় সকল অভিযুক্ত কে নির্দোষ ঘোষণা ,এটা তামাসা ছাড়া কিছুই নয় বলল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া

Spread the love

সমঝোতা  এক্সপ্রেস বিস্ফোরণ মামলা সকল অভিযুক্তকে নিরাপরাধ ঘোষণা ন্যায়ের সঙ্গে তামাশা; পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া।

ইমাম সাফী,অয়ন বাংলা:-সমঝোতা এক্সপ্রেসে বোমা বিস্ফোরণ মামলায় সকল অভিযুক্তদের নিরপরাধ ঘোষণায় প্রশ্ন তুলেছেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ।
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ই আবু বকর বলেন যে, এনআইএ কোর্টের মাধ্যমে সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণের মূল অভিযুক্ত স্বামী অসীমানন্দ সহ অন্যান্যদের নির্দোষ বলে মুক্তি দেওয়া ন্যায় বিচারের সঙ্গে মজাক উড়ানো ছাড়া কিছু নয়। তিনি আরো বলেন যে, এই মামলার তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ -এর সন্দেহযুক্ত ভূমিকা আবারো একবার প্ৰমাণ করল যে, এই সংস্থা সরকারের চাপ অনুসারে কাজ করছে এবং এইভাবে সেটা একটি অনুপযুক্ত এজেন্সিতে পরিণত হয়েছে।


ভারত ও পাকিস্তানের মাঝে চলমান সমঝোতা এক্সপ্রেসে আজ থেকে ১২ বছর পূর্বে যে বিস্ফোরণ হয়েছিল সেটা ভারতে ঘটা বড় বড় দুর্ঘটনাটার মধ্যে অন্যতম বড় ভয়াবহ দুর্ঘটনা ছিল। ওই ঘটনাতে যুক্ত ছিল হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন এবং ঐ বিস্ফোরণের ফলে ৬৮ জন মানুষ প্রাণ হারান। ম্যাজিস্ট্রেটের সামনে স্বামী অসীমানন্দ স্বীকার করেছিলেন যে, সে ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু তা সত্বেও জাতীয় তদন্তকারী সংস্থা তাকে শাস্তি দিতে ব্যর্থ হয়েছে, যার কারণে ওই সংস্থার গ্ৰহণ যোগ্যতা ও কর্মক্ষমতার উপর প্রশ্ন উঠছে। ইতি পূর্বেও এনআইএ অসীমানন্দকে হায়দারাবাদের মক্কা মসজিদ বিস্ফোরণ ও আজমীর বিস্ফোরণের মত হিন্দুত্ববাদী সন্ত্রাসমূলক কাজের অপরাধ থেকে মুক্ত করেছে। এনআইএ উক্ত ঘটনাগুলোর কোন একটিতেও উপযুক্ত তথ্য সংগ্রহে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি, যেমনটা তারা মুসলিম অভিযুক্তদের ক্ষেত্রে করেছে। এই সকল মামলা এই সত্যের প্ৰমাণ যে, কিভাবে আমাদের দেশে অপরাধীদের ধর্মের ভিত্তিতে বিচার করা হচ্ছ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.