দক্ষিণ কলকাতা জেলা বিজেপি’র উদ্যোগে পালিত হল রক্তদান কর্মসূচী
পরিমল কর্মকার (কলকাতা) : দক্ষিণ কলকাতা জেলা বিজেপি’র উদ্যোগে ২০ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতায় ১২টি জায়গায় পালিত হল রক্তদান কর্মসূচী। এ প্রসঙ্গে বিজেপি’র দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শঙ্কর শিকদার জানান, মূলতঃ মানুষের সেবাকার্য ও জনসংযোগ রক্ষার্থেই তাদের এই কর্মসূচি পালিত হচ্ছে। তিনি বলেন, এদিনের মতো আগামী দিনেও সারা কলকাতা জুড়ে তারা নানা জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবেন।
শঙ্করবাবু আরও জানান, এদিন বেহালার ১২০ নম্বর ওয়ার্ডে, মেটিয়াব্রুজের ১৩৩ নম্বর ওয়ার্ডে, চেতলার ৮৭ নম্বর ওয়ার্ডে, কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে ও বালিগঞ্জ সহ মোট ১২ টি জায়গায় বিজেপি’র উদ্যোগে রক্তদান কর্মসূচী পালিত হল। এইসঙ্গেই পড়ুয়াদের জন্য বই-খাতা ও দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বস্ত্র বিতরন করা হয় বলে জানান তিনি। জানা গিয়েছে, এই ১২টি জায়গার কর্মসূচিতেই উপস্থিত ছিলেন জেলা সভাপতি শঙ্কর শিকদার।
উল্লেখ্য, অন্যান্য জায়গার মতো বেহালার ১২০ নম্বর ওয়ার্ডের রক্তদান কর্মসূচিতেও উপস্থিত ছিলেন বিজেপি’র জেলা সভাপতি শঙ্কর শিকদার, রাজ্য নেতা রাকেশ সিং, ক্লাব সেলের কনভেনর তরুণ দাস (রাজু), সন্তোষ বিশ্বাস, ভক্তি মণ্ডল সহ স্থানীয় নেতা-নেত্রী ও কর্মীরা।