জোর গুঞ্জন বিজেপিতে আগামী বিধানসভা ভোটে বিজেপি হারবে ,তাই ভোট পিছোনোর আর্জি জানাবে বিজেপি
নিউজ ডেস্ক :- বঙ্গ বিজেপির দম অনেকটাই ব্যাক ফুটে । দিলীপ ঘোষের হূমকী ধুমকী ভোট বাক্সের তলানিতে বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলায় এখনই ভোট চায় না বিজেপি! দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে এমনই সম্ভাবনা উঠে এল। বিজেপি নেতারা বৈঠকে এ ব্যাপারে ঐক্যমত্য হয়ে অমিত শাহের কাছে আর্জি জানানোর সিদ্ধান্ত নিলেন। এমনকী নির্বাচন কমিশনকেও তাঁরা এই দাবি জানাবেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি জয় অনিশ্চিত বুঝে বিজেপি আপাতত রণেভঙ্গ দিল!
বিজেপি নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, বাংলায় এখনই ভোটের পরিবেশ নেই। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আশাব্যাঞ্জক নয়। রাজনৈতিক সংঘর্ষ, জঙ্গি ক্রিয়াকলাপ চলছে। বিরোধীরা প্রতিনিয়ত হিংসার শিকার হচ্ছে। তাই দিলীপ ঘোষ-মুকুল রায়েরা ঐক্যমত্য হন বাংলায় ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানাবেন তাঁরা।
দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক চলছে সোমবার থেকে। দুদিনের বৈঠকের প্রথম দিন এই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, মুকুল রায়, রাহুল সিনহা প্রমুখ। দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন দলের ১৮ সাংসদও।
দিলীপ ঘোষ জানান, তৃণমূলের রাজত্বে বাংলায় জঙ্গি-ক্রিয়াকলাপ বাডছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই ঠিক, পশ্চিমবঙ্গ জামাতের আঁতুড়ঘর হয়ে উঠেছে। বাংলায় গণতন্ত্র নেই। এই সরকারের আমলে রাজ্য সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তাই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতেই বৈঠকে বসেছে বিজেপি।
দীর্ঘ আলোচনার পর বঙ্গ বিজেপির নেতারা বৈঠকে সিদ্ধান্ত নেয় তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আর্জি জানাবেন রাজ্যের ভোট পিছনোর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তাঁদের আর্জি হবে, বাংলার রাজনৈতিক পরিস্থিতি ভোট করানোর উপযুক্ত নয়। তাই ভোট পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছেও আর্জি জানাবেন তাঁরা।
পক্ষান্তরে আরও একটা কারণে ভোট পিছিয়ে দেওয়ার পক্ষে রায় জানিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির অবশেষে মুকুল রায়ের তত্ত্বকেই মান্যতা দিচ্ছে। মাস দেড়েক আগে দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠকে বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি হয়। দিলীপ ঘোষের শিবিরের দাবি ছিল বাংলায় ভোট হলে বিজেপি ১৯০ আসন পাবে। মুকুল রায় দাবি করেছিলেন, এত সহজ পরিস্থিতি নয় বাংলায় ৫০ টার বেশী আসন জেতা সম্ভব নয়।
মুকুল রায় দাবি করেছিলেন, বিজেপি ম্যাজিক ফিগারের ধারেকাছে পৌঁছতে পারবে না। বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এত সহজ হবে না। বিজেপিকে আরও তৈরি হওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। এবার মুকুলের সেই প্রস্তাবই মান্যতা পেল। আরও একটু সময় পাওয়ার জন্য ভোট পিছনোর সিদ্ধান্তেই সিলমোহর পড়ল।