আসন্ন পুর নির্বাচনে বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে তৃনমূলের টিকিটের দাবিদার ৪ জন, কিন্তু কার ভাগ্যে টিকিট !

Spread the love

আসন্ন পুর নির্বাচনে বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে তৃনমূলের টিকিটের দাবিদার ৪ জন, কিন্তু কার ভাগ্যে টিকিট !

পরিমল কর্মকার (কলকাতা) : শোনা যাচ্ছে পুজোর পরই অনুষ্ঠিত হতে চলেছে পুরসভা নির্বাচন। কলকাতা পুরসভার অধিকাংশ আসনেই ক্ষমতায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। দু-চারটি ওয়ার্ড বাদ দিয়ে ওই সব ওয়ার্ডগুলোতে সম্ভবত: তৃনমূল প্রার্থী হবেন পুরনো কাউন্সিলররাই।

কিন্তু যেসব ওয়ার্ডে বিগত পুরসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছিল কিংবা যেসব ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর প্রয়াত হয়েছেন সেইসব ওয়ার্ডের টিকিট দেওয়া নিয়ে ইতিমধ্যেই তৃণমূল শিবির এখন সরগরম।উল্লেখ্য, ১২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানিক চ্যাটার্জী বেশ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। তাই এই ওয়ার্ডটি আপাতত: কাউন্সিলরহীন অবস্থায় রয়েছে। তাই এই ওয়ার্ডে কার ভাগ্যে রয়েছে তৃণমূলের টিকিট….. এটাই এখন লাখ টাকার প্রশ্ন !

১২১ নম্বর ওয়ার্ডটি পরিক্রমা করে ইতিমধ্যেই যে চিত্র ফুটে উঠছে তাতে এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের টিকিটের দাবিদার ৪ জন। বিশ্বস্ত সূত্রে অবশ্য জানা গিয়েছে, এখানে তৃণমূলের দু’টি “লবি” শক্তিশালী। একটি রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্ত্তীর “লবি” অন্যটি প্রাক্তন মেয়র পরিষদ তারক সিং-এর লবি।

তাই একটি সূত্রের সমীক্ষা বলছে এই দুই “লবি”র সম্ভাব্য প্রার্থীদের মধ্যেই কোনও একজন ১২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিট পেতে চলেছেন। সূত্রের খবর, শুভাশিস চক্রবর্ত্তীর নিকটাত্মীয় সেইসঙ্গে তার “লবি”র অর্ণব ব্যানার্জী টিকিট পেতে পারেন। তিনি দক্ষিণ কলকাতা জেলা যুব তৃণমূলের সভাপতি পদে আসীন রয়েছেন।

অন্যদিকে, তারক সিং-এর “লবি”রও বেশ কিছু নাম উঠে আসছে। এব্যাপারে তারক সিং-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আপনারাই তো আমার কাছের লোক। পুজোর পর আপনাদের সব জানাবো।” তবে তাঁর লবির প্রার্থী কে হতে পারেন, সেটা অবশ্য তিনি এখনই প্রকাশ করলেন না। তৃণমূল সূত্রের খবর, পুজোর পরই চূড়ান্তভাবে নাম ঠিক হয়ে যাবে। এছাড়াও যে নামগুলি নিয়ে তৃণমূলের অন্দরমহলে আলোচনা চলছে তাতে রয়েছে ১২১ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর মানিক চ্যাটার্জীর কন্যা মানসী মুখার্জী, দেবজিৎ পাণ্ডে প্রমুখ। তবে এক্ষেত্রে দেবজিৎ পান্ডে টিকিট পাওয়ার তালিকায় এগিয়ে রয়েছেন বলে সূত্রের খবর।

(আমাদের পরবর্তী সমীক্ষা বেহালার ১২৮ নম্বর ওয়ার্ড… “তৃণমূলের টিকিট কার ভাগ্যে….” )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.