নিউজ ডেস্ক :- সবচেয়ে বেশী কোন রাজ্যের মানুষ খোলা আকাশের নীচে রাত কাটায় আপনি কি জানেন .সেটা নরেন্দ্র মোদীর গুজরাট। দেশের কত সংখ্যক মানুষ শহরবাসীকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়? লোকসভায় এমনই প্রশ্ন করা হয়েছিল বিরোধীদের তরফে। সেই প্রশ্নের উত্তরেই কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, দেশের শহরাঞ্চলগুলোতে দু’লক্ষেরও বেশি মানুষ রয়েছেন যাঁরা গৃহহীন। আশ্চর্যজনকভাবে এর মধ্যে গুজরাত এবং রাজস্থানেই রয়েছে সবচেয়ে বেশি মানুষ। মোট গৃহহীনদের মধ্যে ওই দুই রাজ্যেই রয়েছে ৩৬ শতাংশ মানুষ!
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নির্দেশে একটি বেসরকারি সংস্থা গোটা দেশজুড়ে সমীক্ষা চালিয়েছিল। আর তাতেই এমন ভয়ংকর তথ্য উঠে এসেছে। যদিও এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের উপরে কোনও দায়ই রাখতে চাননি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, গৃহহীনদের এই বিষয়টি পুরোপুরিই রাজ্যের দিকে ঠেলে দিয়েছেন তিনি। যদিও রাজ্যগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সাহায্যের কথা বড়মুখ করে বলেছেন তিনি। তবে প্রশ্ন উঠছে এটাই, কেন্দ্র দায় না নিলেও প্রথম চারে থাকা তিনটি রাজ্যই বিজেপি শাসিত, তাহলে সেই দায় কি সংশ্লিষ্ট বিজেপি সরকারগুলির নয়?
উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে ২০২২ সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশের বিভিন্ন শহরাঞ্চলে ১.১২ কোটি বাড়ি তৈরির দাবি করেছে কেন্দ্র। এমনকী কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, ইতিমধ্যে ৩৫ লক্ষ বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে, একইভাবে আরও ৬৫ লক্ষ বাড়ি তৈরির কাজ শেষের পথে। যদিও বাস্তবে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না বলেই অভিযোগ বিরোধীদের।
সৌজন্য :- এই সময়