অয়ন বাংলা, ডিজিটাল ডেস্ক: দলের টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিতে পারে শত্রুগণ সিনহা। কংগ্রেসের টিকিটে পাটনা সাহিব থেকেই ভোটে লড়বেন তিনি। এদিন বিজেপি বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহাকে বিহারের বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করছে। তাতে বিক্ষিপ্ত সংসদ শত্রুগণ সিনাহ নাম না থাকাই তিনি কংগ্রেসে যোগ দেবে বলে জানা গিয়েছ। সম্ভবত বিহারে সাহিবা কেন্দ্র থেকে লড়বেন তিনি কেন্দ্র লড়বেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ফলে শোনা যাচ্ছে রবিবার অথবা সোমবারই কংগ্রেসে যোগদান করতে পারেন শত্রুঘ্ন সিনহা।
সিনহা ২০১৫ সালের বিহার নির্বাচনে বিজেপির ভরাডুবিপ পর থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনায় সরব হন। প্রধানমন্ত্রী ছাড়াও বাকীদের বিরুদ্ধে একেরপর এক কড়া মন্তব্য করেন, অভিযোগ করেন। বিশেষ করে নোটবাতিল, জিএসটি বিল, কৃষকদের নানা সমস্যা, বেকারত্ব ও রাফালে চুক্তিতে দুর্নীতির অভিযোগে তিনি সরব হন।
শুধু তাই নয়, গত জানুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী দলের সভাতেও হাজির হয়ে কেন্দ্রকে তোপ দাগেন তিনি। পরে দিল্লিতে বিরোধীদের সভাতেও হাজির হন।
শত্রুঘ্নর দল থেকে বেরিয়ে যাওয়া প্রশস্ত করতেই পাটনা সাহিব থেকে রবিশঙ্কর প্রসাদকে টিকিট দিল বিজেপি। ফলে শত্রুঘ্নর কাছে ভোটে লড়তে হলে দলবদল ছাড়া আর কোনও পথ খোলা নেই বলেই মনে করাছে রাজনৈতিক মহল।