সিপিএমের উদ্যোগে বেহালায় দরিদ্র মানুষের জন্য রাতের খাবার
পরিমল কর্মকার,অয়ন বাংলা, (কলকাতা) : -লকডাউন বন্ধের পরবর্তী পর্যায়েও এখন করোনা আবহের মধ্যে দিন আনা দিন খাওয়া মানুষগুলির অন্ন-সংস্থান করা ক্রমশঃই দূরূহ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বেহালায় ১২০ নম্বর ওয়ার্ডের সত্যেন রায় ব্রাঞ্চ রোডে সিপিআইএম-এর উদ্যোগে দরিদ্র মানুষের মাত্র ১০ টাকায় “রাতের খাবার”এর আয়োজন করা হয়েছে।
সিপিআইএম নেতা অনুপম ঝা বলেন, “আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) থেকে দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের থেকে কৌটোয় কিছু পয়সা তোলা হচ্ছে, যাতে ১০ টাকায় রাতের খাবার দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া যায়।”
সিপিআইএম নেতা প্রসেনজিৎ সেনগুপ্ত জানান, করোনা এবং লকডাউনের পর সারা রাজ্য জুড়ে খাদ্যাভাব দেখা দিয়েছে। তারমধ্যে দরিদ্র মানুষের অবস্থা ভয়াবহ। এই পরিস্থিতিতে সারা রাজ্যে সিপিএম কর্মীরা সামান্য পয়সায় গরীব মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছে। সিপিআইএম-এর উদ্যোগে যাদবপুরে সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা ১৮০ দিন অতিক্রম করল। রাজ্যে প্রায় ৬০০ টি জায়গায় এই ধরনের ব্যবস্থা করেছে তাদের পার্টি। বেহালায় ১২০ নম্বর ওয়ার্ডে এই খাবারের আয়োজনও তারই একটি অঙ্গ বলে জানান তিনি।