আজ পথসাথী প্রকল্পের শুভ উদ্বোধন জেলার প্রায় প্রত্যেক বিধানসভায়, চলবে 15 তারিখ পর্যন্ত
সমীর দাস .অয়ন বাংলা:- আজ উত্তরবঙ্গেথেকেই ভার্চুয়াল পথশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায। আজ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই রাস্তাগুলো র কাজের সূচনা হবে প্রতিদিন। সমস্ত জনপ্রতিনিধি দের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে নবান্ন। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থাকার কারণে সেখানকার ফুলবাড়ী থেকেই দীর্ঘ বারোশো কিলোমিটার একটি রাস্তার ভার্চুয়ালি এর উদ্বোধন করলেন । জেলার প্রত্যেক বিধায়ক সংশ্লিষ্ট জনপ্রতিনিধি দের নিয়মিত নির্দিষ্ট দিন অনুযায়ী সামিল হওয়ার নির্দেশ দিয়েছেন রাস্তা উদ্বোধনের সময় । সেই অনুযায়ী নদীয়ার নাকাশিপাড়া, করিমপুর ,চাকদা, রানাঘাট উত্তর পূর্ব সহ বেশ কিছু জায়গায় আজ এই অনুষ্ঠান হতে দেখা যায়। তবে বেশ কিছু অনুষ্ঠান জেলা প্রশাসনের নির্দেশে আগামী তিন তারিখ, কোন জায়গায় ন তারিখ এভাবেই 15 তারিখের মধ্যে বিভিন্ন দিন লিপিবদ্ধ করেছেন জেলা প্রশাসন।
একসাথে পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভার এই প্রকল্পের মাধ্যমে ঘোষিত রাস্তার উদ্বোধন কি আগামী একুশের বিধানসভা নির্বাচনের তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য তাই মনে করেন। তবে সাধারন আমজনতা খুশি এই প্রকল্পে।